কিশোরী
ছেঁড়া অবরুদ্ধ
আমি স্বপ্নচারী।
নীল চোখের নীড়ে বাস করে
স্বপ্নের সেই কিশোরী।
জোছনা শুভ্র আলোয়
অনাবিল স্বপ্ন গাঁথি
মনে জপি ওগো কিশোরী।
কুয়াশার আবরণে
রাতের আধারের মত
তুমি রহস্যময়ি।
ঘুমের ঘোরে স্বপ্নের মাঝে
আস তুমি মোর
স্বপ্নের পরি ।
কবে হায় ওগো কিশোরী
পাব তোমায়
বাস্তবে আমারি?
১০.২৬pm ১৭-৭-১৩
https://www.facebook.com/golammaula.aka … 1748355088