আইবিএম এর পি৪ ডেক্সটপ পিসি চালাই আমি, গত কয়েক দিন আগে পিসির ভিতরে অনেক ধুলোবালি জমেছিল তাই নিজে নিজে পরিষ্কার করলাম। কিন্তু সব শেষে যখন পিসি অন করি তখন শুধু প্রসেসর এর ফ্যন ঘুরে আর কিছুই হয় না। কয়েক বার র্যাম খুলে লাগালাম তাও হল না, এরপর থারমাল পেষ্ট ও লাগালাম তাও হল না। অবস্থা অপরিবর্তিত, শুধু ফ্যান ঘুরে।
↧