নদীতে গোসল মানে সর্বনাশ!
নদীতে গোসলের কথা যদি বলা হয় তাহলে হয়তো অনেকেই নস্টালজিয়ায় পড়ে যাবেন। দস্যি ছেলের মত শৈশবে কত না সাতার কাটা হয়েছে। তবে ব্যাপারটা যদি এমন হয়। আপনি নদীতে ডুব দিলেন আর ভেসে উঠে দেখলেন আপনার গায়ে কিছু নেই! মানে কেবল হাড়গুলোই অবশিষ্ট আছে। কি বিভৎস অবস্থা তাই না! ভাবছেন এমনও নদী আছে নাকি?
বাড়িয়ে বলছি না স্পেনে এমন একটি নদীর অস্থিত্ব আছে। এই নদীর পানি অত্যন্ত আম্লিক (pH-1.7-2.5) এবং ভারী ধাতু সমৃদ্ধ। তাই এ নদীটি অত্যন্ত ভয়ানক। এ নদীর কারনেই অনেক গ্রাম সরাতে হয়েছে। নদীটি গ্রাস করেছে বেশ কয়েকটি আস্ত পাহাড়ও।
নদীটি মাইন (রিও টিনটো) খননের সময় উৎপন্ন হয়েছে। এই মাইনটি ব্যপ্তি এতোটাই ব্যপক হয় যে এর আশেপাশের গ্রামগুলোকে অন্যত্র সড়িয়ে ফেলতে হয়েছে। এই খননের প্যাটার্ন অর্থাৎ নদীটি এতোটাই দৃষ্টিনন্দিত যে দেখলে মনে হবে আপনি চাঁদে আছেন।
ঢাকা, ১৯ জুন (ক্যাম্পাস নিউজ)// জেএন - See more at: http://www.campusnews24.com/content/new … KlOSS.dpuf