মুখের ভাষা যদি থাকে অতি মিষ্ট
সে বন্ধু চেনা বড় কষ্ট!
বন্ধু হওয়া সহজ ব্যাপার
যদি জোর থাকে চাপার.....
ভাল বন্ধু হতে গেলে
বন্ধুত্বের ডোরে বাঁধতে হলে....
বিশ্বাস অটুট রাখতে হবে
বিশ্বাস ছাড়া বন্ধু পেয়েছে কে কবে?
মুখে মুখে বুলি নয়
তাতে বন্ধুত্বের ঘাটতি রয়,
ঠাঁই দিয়ো অন্তরে
যতই দুরে থাকো, ধূঁ ধূঁ প্রান্তরে ।
বন্ধুত্বের সম্পর্কের নাই কোনো সীমানা
বন্ধুত্বের সম্পর্ক অলিখিত এবং অজানা ।
ভাগ কর অনুভূতি
এতে হবে না কোন ক্ষতি,
বন্ধুত্বের তরে রেখো না কোন শর্ত
এতে ক্ষুন্ন হয় বন্ধুত্বের স্বার্থ ।
বন্ধু যদি থাকে হাজার মাইল দুরে
মন থেকে তার যেও নাকো সরে।
বন্ধুত্বের মাঝে রেখো না কোন ব্যবধান
বন্ধুর মাঝেই পাবে তুমি, সমস্যার সমাধান ।
বলে কয়ে হয় না কারো সনে বন্ধুত্ব
সহজ সরল ভাষায় তারে কর যদি মত্ত.....
বন্ধু তোমার যদি হয় সে
সুখে দুখে যাও তার সাথে ভেসে......
বন্ধুত্বের সুযোগ নিলে
এই বুঝি বন্ধু হারালে !
প্রকৃত বন্ধু পাওয়া কষ্ট
স্বার্থপরতায় সম্পর্ক নষ্ট।
মনের মত বন্ধু পেতে যত মত....
সম্পর্কে উভয়কে থাকতে হবে সৎ.....।
সব বন্ধু হউক আমার মত
যোগাযোগটা অটুট, কাজ থাকুক শত।
বন্ধুত্বের হাত দিলাম বাড়িয়ে
প্রিয় বন্ধুরা যেয়ো না কখনো হারিয়ে...।
স্বার্থের কাছে হয়ো না নত
সুখে দুখে পাশে থাকি, এই হউক ব্রত।
========================
image net collected...........
↧
বন্ধুত্ব..........
↧