Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

ভিসা চেক-দুবাই

$
0
0

আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা ? আশাকরি পরম করুণাময় আল্লাহ'র অশেষ রহমতে সবাই ভাল আছেন। ইদানিং কেন জানি ইসলামিক বিষয় ছাড়া অন্য কিছু লিখতে মন চায় না। তবে আজ যা লিখতে বসেছি সেটা অত্যন্ত দরকারি একটা বিষয়। সচেতনতার অভাবে হয়তো আমাদেরই কারো আত্মীয় প্রতিবেশী প্রতারণার স্বীকার হচ্ছেন। আপনার আমার একটু সহযোগিতায় হয়তো অনেক মানুষ এসব প্রতারকদের প্রতারণা হতে বাঁচতে পারবে।

বর্তমানে আমাদের দেশ হতে প্রচুর লোক দুবাই যাওয়ার জন্য বিভিন্ন এজেন্সিতে টাকা জমা দিয়ে বিভিন্ন প্রতারণার শিকার হচ্ছেন । যেমন আপনার ভিসা হয়ে গেছে বলে টাকার জন্য চাপ প্রয়োগ করা বা জাল ভিসা দিয়ে বিদেশে পাঠিয়ে দেয়া। এসব প্রতারকদের প্রতারণা হতে একটু সচেতন হলেই আমরা বেঁচে যেতে পারি। আপনার ভিসা হয়েছে বলে যে পেপারটি আপনাকে ধরিয়ে দিল তা আপনি ঘরে বসেই যাচাই করে নিন সেটা আসল না নকল। তো আসুন দেখে নেই কিভাবে দুবাইর ভিসা চেক করবঃ প্রথমে এখানে ক্লিক করুন।

পেজটি ওপেন হওয়ার পরে নীচের ছবিতে দেখানো বটনে ক্লিক করুন।

http://i.imgur.com/rOR1X.jpg

এমন একটি পেজ আসবে।

http://i.imgur.com/Hra8h.jpg

উপরের ছবিতে দেখানো বটনে ক্লিক করুন।
নতুন একটি পেজ পাবেন

http://i.imgur.com/KhGzn.jpg

NO সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করুন।
নতুন আরেকটি পেজ আসবে।

http://i.imgur.com/PA3R0.jpg

উপরের ছবিতে দেখানো ছকগুলো পুরণ করুন, ড্রপডাউন ম্যানু হতে আপনার কান্ট্রি সিলেক্ট করুন। মোবাইল নাম্বার না দিলেও হবে। নেক্সট ক্লিক করুন।
দেখুন নীচের ছবির মত আপনার যাবতী তথ্য চলে আসছে।

http://i.imgur.com/5dh4p.jpg

পুর্ব প্রকাশ


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>