ব্যাটম্যান আরখাম অরিজিন্স ঘটনা গড়ে উঠেছে ব্যাটম্যান আরখাম অ্যাসাইলাম এবং ব্যাটম্যান আরখাম সিটির পূর্ব ঘটনা নিয়ে । ব্যাটম্যান আরখাম অ্যাসাইলাম এবং ব্যাটম্যান আরখাম সিটি হচ্ছে ব্যাটম্যান গেমস সিরিজের সর্বশেষ জনপ্রিয় দুইটি গেমস । ওই দুই গেমসে ব্যাটম্যানকে গোথাম সিটিতে বিভিন্ন শয়তান ও সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে ব্যাটম্যানকে মারপিট করতে দেখা গিয়েছিল ।
কিন্তু এবার ব্যাটম্যান আরখাম অরিজিন্সে ব্যাটম্যান কিভাবে একজন ডার্ক নাইটে পরিণত হয়েছে এবং কিভাবে গোথাম সিটিতে সন্ত্রাসীর গোষ্ঠীর উৎপত্তি ঘটে এবং কিভাবে ব্যাটম্যান বা ব্রুস ওয়েন নিজেকে সন্ত্রাসীর বিরুদ্ধে জড়িয়ে ফেলে তার বিভিন্ন ঘটনা এবং চমৎকার গ্রাফিক্সে গড়ে উঠেছে ব্যাটম্যান সিরিজের নতুন গেমস ব্যাটম্যান আরখাম অরিজিন্স ।
পূর্ব ঘটনা নিয়ে গেমসটি বানানো হয়ায় গেমটি বর্তমানে গেমারদের কাছে একটি আকর্ষণে ও কৌতোহলে পরিণত হয়েছে ।
চলুন ট্রেইলার দেখে আসি ।
গেমসটি সম্পর্কে কিছু তথ্য
নির্মাতা : ওয়ারনার ব্রস গেমস মন্ট্রারিয়েল
প্রকাশক : ওয়ারনার ব্রস এন্টারঅ্যাকটিভ গেমস
ধরন : অ্যাকশান , স্টেলথ , বিট এম আপ ।
সিরিজ : ব্যাটম্যান আরখাম
মুক্তি পাবে : ২৫ অক্টোবর ২০১৩
প্লাটফর্ম : মাইক্রোসফট উইন্ডোজ , এক্সবক্স ৩৬০ , প্লেস্টেশন ৩ , উই ইউ