আমি একটা সাইকেল কিনতে চাচ্ছি ২৫ হাজার এর মধ্যে। আমার উচ্চতা ৫' ১১" । ইন্টারনেট ঘাঁটাঘাঁটি করে আমি কয়েকটা মডেল পছন্দ করেছি কিন্তু কোনটা কিনব বুঝতে পারছি না। অনেক দ্বিধা-দন্ধে ভুগছি... নিচে আমার পছন্দের বাইকের লিস্ট দিলাম প্লিজ কেউ আমাকে সাজেস্ট করুন এখান থেকে কোন বাইকটা কিনবো আমি এবং কেন কিনব? কেউ সাজেস্ট করলে খুব উপকৃত হব।
পছন্দের তালিকাঃ
১. Core Project :2 (2013 Model)
২. Raleigh Talus 3
৩. Raleigh Ravenna 2
৪. Upland Leader 300
৫. Upland Count 500
৬. Vanguard 200
নোটঃ বিডি সাইকেলিস্ট ফোরামের আলোচনায় যা বুঝলাম আমার উচ্চতা অনুযায়ী ১৯" অথবা ২০" ফ্রেম এর সাইকেল দরকার । Talus 3 এবং Ravenna 2 ২০" ফ্রেমের পাওয়া যায় কিন্তু Talus 3 মার্কেট আউট হয়ে গেছে তাহলে আমি কিনব কোনটা??? এদিকে Core Project :2 তো ১৮" ফ্রেমের উপরে নাই। আর শুনলাম UPLAND এর বাইক নাকি ১৭" এর উপরে হয় না !!!
আচ্ছা, ১৮" ফ্রেমের বাইক যদি সিট উঁচায়ে আমার সাইজের সাথে ম্যাচ করি তাইলে কি হবে নাকি চালাতে সমস্যা হবে??? এক্সপার্ট দের মতামত জানা প্রয়োজন... অপেক্ষায় রইলাম