Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

(জরুরী সাহায্য চাই) পিসিতে পৃথিবীর কোন কি-বোর্ড ঠিক মতো কাজ করেনা

$
0
0

হঠাৎ করে গত ২ মাস আগে আমার বর্তমান কি-বোর্ডটা নষ্ট হয়ে যায়, মানে এটার বেশ কিছু বাটন হট কি হিসেবে কাজ শুরু করলো, ধরুন লিখলাম m হয়ে যাবে m67 অথবা স্টার্ট বাটন হোম/প্রিন্ট ইত্যাদী বাটনে চাপ দিলে পিসি স্লিপ মুডে বা হাইবারনেট হয়ে যেত। কি-বোর্ড অন্য পিসিতে নিয়ে দেখলাম এটা কি-বোর্ডের সমস্যা

কিনে আনলাম নতুন কি-বোর্ড, রহস্যজনক ব্যপার এটাতে ২০ বার এক অক্ষর প্রেস করলে একবার কাজ করে, নতুন কিবোর্ড দোকানে নিয়ে গেলে সেখানে ঠিকই কাজ শুরু করে, পরে আমি অন্য বেশ কিছু পিসিতে ট্রাই করেছি দেখি কিবর্ড ঠিক আছে, আমি তখন অত শত মাথা না ঘামিয়ে আরেকটা নতুন কিবোর্ড নিয়ে আসি, এইবার এইটা একটা বাটন ও কাজ করতেছে না আমার পিসিতে, অন্যখানে ঠিকই চলে, এরপর আরো অনেক নতুন পুরান কিবোর্ড ট্রাই করে দেখলাম হয় ২০বার চাপলে একবার কাজ করে অথবা করেই না।

যা যা লক্ষ্য করলাম,

১। আমার পুরান কিবোর্ড ছাড়া সব কিবোর্ড সত্যিই ঠিক ছিলো
২। কিবোর্ডে ঠিক মতোই লাইট জ্বলে
৩। আমি লিনাক্স/উইন্ডোজ এবং বায়োসে বসেও কিবোর্ড টেস্ট করেছি, ঘটনা এক
৪। একমাত্র আমার পুরান কিবোর্ডেই কিছু বাটন বাদ দিয়ে সুন্দর টাইপ করা যায়
৫। সব usb পোর্ট, এক্সট্রা পোর্ট লাগিয়ে ট্রাই করেছি

এবং
৬। কিবোর্ড ছাড়া সব ধরনের usb কাজ করে ঠিক ঠাক  nailbiting
৭। অপটিক্যাল কিবোর্ড ও কাজ করেনা  hairpull



বিশ্বাস করেন আর নাই করেন আমি ঐ পুরান কিবোর্ডের কিছু বাটন বাদ দিয়েই এতোদিন পিসি চালাইতেছি, আমার মাদারবোর্ড গিগাবাইটের b75 d3h , আর এর মাঝে বায়োস দু তিনবার ক্র্যাশ করেছিলো, প্রথমবার বায়োস ক্র্যাশ কি কিবোর্ড প্রব্লেমের আগে না পরে হয়েছে জানি না


ওয়ারেন্টি আছে, তবে রায়ান্সে ফোন করেছি, তারা বলতেছে ওয়ারেন্টিতে দিলে কম বেশি ১০ দিন লাগবে, এই ভয়েই আর দিতে পারতেছি না


এই মুহুর্তে কি করা উচিত বুঝতে পারতেছি না sad কোন ধরনের সাপোর্ট করলে খুশি হব।

ধন্যবাদ


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>