মুবাইল মডেল: Motorola
কালার: ব্ল্যাক
বয়স: আনুমানিক সাত বছর (প্রায় দু'বছর ধরে অব্যবহৃত)
মুবাইলের আদি মালিক: আমার মামা।
বর্তমান মালিক: আমার পড়ার টেবিলের সেকেন্ড ড্রয়ার।
মুবাইল ফিচার:
* ব্যাটারী গেসেগা মুনে হয়।
* রং ক্ষয়ে যাওয়া বাটন আপনাকে এনে দিবে প্রত্নতাত্বিক পরশ।
* চার্জার হাওয়া। অটো চার্জার কিনে নিতে হবে।
* তবে কেসিংটা মারত্বক শক্ত, কাউরে ঠুসা দেওয়ার আদর্শ অস্ত্র।
* ডিজিটাল স্ক্রীন: সাদা-কালো (কেউ আমারে ঠুসা দিয়ালা, সাদা-কালো আবার ডিজিটাল অ্য ক্যামতে!)।
* প্রত্নতাত্বিক চাহিদা: বেস্ট!
* মুবাইলের আইসি মুনে হয গেসেগা, নিজ দ্বায়িত্বে ঠিক করায়া নিবেন।
* মুবাইলের বিক্রয়মূল্য: পুরাই মাগনা।
> উল্লেখ্য, নিজে ভড়া দিয়ে এসে মুবাইল নিয়া যাইবেন।
¤ বাংগালী নাকি মাগনা আলকাতরা পাইলেও লুংগিতে মাখায়া লয়। সো, দেরী কেনু! আজ-ই কিনুন প্রত্নতাত্বিক মুবাইলটি।