নির্নিমেষ তাকিয়ে আকাশে
খুঁজে পাই তোমায়
মেঘ হয়ে ভাসছ আকাশময়,
তোমার ঠিক পিছনে আমি!
রোদ্দুর হয়ে হাত বাড়াই
ধরা দাও না!!
কালো মেঘগুলো মুচকি হাসে;
তোমার আমার খেলা দেখে।
তুমি আমার আকাশময় ভেসে বেড়ানো
শুভ্র সাদা মেঘ,
গোধূলীলগ্নের রক্তিম আভার মত ঠোঁটে
তোমার ছুঁয়ে দেই আমার অনামিকার স্পর্শ ।
তুমি আমার শুভ্র মেঘ,
আর আমি তোমার !
বিকেলের নরম আলোর
এক মুঠো রোদ্দুর।
===============
কাল্পনিক