সবাইকে রমজান মাসের শুভেচ্ছা। SUJONHERA.COM [সুজনহীরা ডট কম] এর পক্ষ থেকে এই রমজান মাসব্যাপী একটি ONLINE RAFFLE DRAW আয়োজন করা হয়েছে। ড্র হবে ঈদের দিন। পুরস্কার হিসেবে থাকছে ফ্লেক্সিলোড। বিজয়ী হবেন ৫ জন, লটারির মাধ্যমে।
পুরস্কারসমূহঃ
১ম পুরস্কারঃ ৫০০/= টাকা ফ্লেক্সিলোড
২য় পুরস্কারঃ ৪০০/= টাকা ফ্লেক্সিলোড
৩য় পুরস্কারঃ ৩০০/= টাকা ফ্লেক্সিলোড
৪র্থ পুরস্কারঃ ২০০/= টাকা ফ্লেক্সিলোড
৫ম পুরস্কারঃ ১০০/= টাকা ফ্লেক্সিলোড
যেকোনো বাংলাদেশী মোবাইল নাম্বার গ্রহণযোগ্য। বিদেশি নাম্বার গ্রহণযোগ্য নয়। অর্থাৎ, প্রতিযোগিতাটি শুধুমাত্র এই ওয়েবসাইটের বাংলাদেশী ভিজিটরদের জন্য।
মোবাইল নাম্বার সঠিকভাবে দিবেন। এটাই প্রধান তথ্য, যা আপনার অংশগ্রহণ নিশ্চিত করবে।
রেজিস্ট্রেশনের শেষ সময়ঃ ঈদের আগের দিন রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত।
ফরম পূরণ করে নিচের সাবমিট বাটনে ক্লিক করে যদি Message Sent (Go Back) লেখা আসে, বুঝবেন আপনি সফলভাবে রেজিস্ট্রেশন করেছেন।
নিচে একটি স্ক্রিনশট দেয়া হল। যেভাবে ফরম পূরণ করবেনঃ
সাবমিট বাটনে ক্লিক করার পর যেরকম আসবেঃ
কিছু প্রশ্ন, যা আপনার মনে ঘুরপাক খাচ্ছেঃ
কি কারণে এই RAFFLE DRAW?
উত্তরঃ এটি সুজনহীরা ডট কম এর ভিজিটরদের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ তাদের মধ্যে কিছু ভাগ্যবান ভিজিটরকে ঈদের দিনে খুশি করার একটি প্রয়াস মাত্র।
আমি কীভাবে জানতে পারব, আমি বিজয়ী হলাম কি না?
উত্তরঃ আপনি যদি লটারিতে বিজয়ী হন, তবে ঈদের দিন আপনার মোবাইলে কল করে নিশ্চিত হয়ে তারপরে আপনাকে ফ্লেক্সিলোড পাঠানো হবে। তাই, ঈদের দিন আপনার মোবাইল নাম্বার খোলা রাখবেন।
এই প্রতিযোগিতা কতটুকু বিশ্বাসযোগ্য? টাকা কি আসলেই কেউ পাবে?
উত্তরঃ অবশ্যই এই প্রতিযোগিতা ১০০% নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য। লটারিতে আপনি যদি বিজয়ী হন, টাকা আপনাকে পেতেই হবে। আপনি পরে না নিতে চাইলেও জোর করে আপনাকে ফ্লেক্সিলোড করে দেয়া হবে!
আমার তথ্যগুলো কি পরে অন্য কোন কাজে ব্যবহার করা হবে?
উত্তরঃ অবশ্যই না। প্রতিযোগিতা শেষ হবার পরে সকল তথ্য মুছে ফেলা হবে। তাই এরকম দুশ্চিন্তার কোনই কারণ নাই।
আরও যদি কোন প্রশ্ন থাকে, কমেন্টে জানান। এখনই রেজিস্ট্রেশন করুন।
রেজিস্ট্রেশন লিংকঃ http://sujonhera.com/ramadan-2013-onlin … nhera-com/
ধন্যবাদ।