আমার মত হয়ত অনেকেই হয়ত নিজস্ব মেইল সার্ভার ব্যবহার না গুগুল এপস এ মেইল ব্যবহার করেন, আমার খুব পছন্দের একটা গুগুল সার্ভিস। কিন্তু কয়েক দিন আগে আমার ফুফাতো ভাই বলল এই সার্ভিস টা নাকি গুগুল আর ফ্রি দিবে না। এই কথা শুনার পর কিছুটা ভয় পেতে শুরু করলাম। প্রায় ৩ বছর থেকে আমি এইটা ব্যবহার করি, প্রতিনিয়ত আমার মেইল প্রয়োজন হয়, এমত অবস্থায় আমি কি করে ভবিষৎ এর কথা ভেবে আমার সব মেইলের ব্যকাপ নিতে পারি।
উল্লেখ্য যে আমি গুগুল খুজে দেখলাম জিমেইল ব্যকাপ নামে একটা সফট আছে। এটা দিয়ে কি কাজ চালানো যায় নাকি আরো ভিন্ন কোনো কায়দা আছে।