Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

জার্মানীর কিছু চিত্তাকর্ষক তথ্য/দিক-২

$
0
0

আমার এই টপিক মূলত জার্মানী সম্পর্কে বিচিত্র কিছু তথ্য বা দিক তুলে ধরার জন্যই। তো চলুন জার্মানীর বিচিত্র জগতে।

http://i1.wp.com/listverse.com/wp-content/uploads/2013/07/exploded-toad-e1373951106504.jpg?resize=632%2C352
২০০৫ সালের এপ্রিলে জার্মানীর হামবুর্গে ঘটে এক বিচিত্র ঘটনা। হঠাৎ করেই সেখানে বিস্ফোরক ব্যাঙের প্রাদুর্ভাব দেখা দেয়। এলটোনা জেলার বেশ কিছু জলমগ্ন এলাকায় অসংখ্যা উভচরের দেখা পাওয়া গেল যাদের ফুলে উঠা শরীর বিস্ফোরিত হচ্ছে ক্রমাগত। তাদের শরীর বিশেষ করে পাকস্থলি ছড়িয়ে পড়ছে বিভিন্ন দিকে। "মৃতদের পুকুর" বলে খ্যাত এই ঘটনা রেসের ঘোড়া থেকে আসা ডিজাইনার ভাইরাস থেকে শুরু আত্মহত্যার মত আজব সব থিওরির জন্ম দেয়।

বিজ্ঞানীরা অবশেষে এই ঘটনার সুরাহা করেন। তারা দেখতে পান যে সেখান স্থানীয় কাকেরা এই ব্যাঙের প্রতি আকৃষ্ট। প্রাণী জগতের অন্যতম বুদ্ধিমান এই কাকেরা আবিষ্কার করেছিল যে এই ব্যাঙেরা তাদের চামড়ায় বিষ বহন করে। এখন এই বিষকে এড়িয়ে যাওয়ার আশ্চর্য্য বুদ্ধি তারা বের করেছিল। তারা ব্যাঙের শরীরের যেখানে পাকস্থলি থাকে সেজায়গা বরাবর ঠোকর দিয়ে সেটা বের করে আনত। এখন ডিফেন্স মেকানিজমের অংশ হিসাবে ব্যাঙ তার শরীর ফোলাতে আরম্ভ করলেও হারিয়ে যাওয়া অঙ্গ এবং আহত থাকার কারণে তারা মৃত্যুকে ঠেকাতে পারত না।

http://i2.wp.com/listverse.com/wp-content/uploads/2013/07/wedding-e1373951110532.jpg?resize=632%2C421

জার্মানীর বিবাহরীতি বেশ অদ্ভূত। যারা "দ্যা অফিস" টিভি সিরিয়ালের ভক্ত তারা হয়তো এই বিষয় ওদের শেষ পর্বে দেখেছেন। জার্মানীর পল্লী অঞ্চলে বউ অপহরণের মত ঘটনা ঘটে। বন্ধুরা বউকে লুকিয়ে রাখে এবং বর বাধ্য হন তার বউকে খুঁজে বের করতে। কিছু সারিবদ্ধ ট্যাভার্নসের ভিতর বউকে লুকিয়ে রাখা হয় এবং বুন্ধদের বিয়ার কিনে দেয়ার সুবাদে বর তার বউকে ফেরত পান। এই অদ্ভূত খেলা মাঝে মধ্যেই বিশৃঙ্খলারও জন্ম দেয়।

http://i1.wp.com/listverse.com/wp-content/uploads/2013/07/gsg-9-e1373951114611.jpg?resize=632%2C385

১৯৭২ সালে জার্মানীর মিউনিখে বসে অলিম্পকের আসর। আর সেখানেই ঘটে এক মর্মান্তিক দুর্ঘটনা। ফিলিস্থিনী সন্ত্রাসী গ্রুপ "ব্ল্যাক সেপ্টেম্বর" ১১ জন ইজরাইলি এথলেটকে আটকে রাখে এবং এর জন্য তারা মুক্তিপন হিসাবে দাবি করে জার্মানী ও ইজরাইলে আটকে থাকা ২০০ বন্দীকে ছেড়ে দেয়ার মাধ্যমে। পরিস্থিত ঠিকমত অনুধাবন না করেই জার্মান পুলিশ সেখানে হামলা করে। ফলে হামলার কারণে সেখানে সকল এথলেট, পাচজন সন্ত্রাসী এবং একজন পুলিশ নিহত হন।

এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে পরবর্তী বছর জার্মানী গঠন করে  GSG-9 (Grenzschutzgruppe 9 or Border Group 9) নামে সন্ত্রাসবিরোধি ইউনিট। তাদের প্রথম মিশনে তারা সোমালিয়ার মোগাদিসুতে চার জন ফিলিস্থিনী সন্ত্রাসীকে মোকাবেলা করে যারা লুফ্টহানসা ফ্লাইট হাইজ্যাক করছিল। এতে ৩ জন সন্ত্রাসীই মারা যায় এবং একজন ধরা পড়ে কিন্তু ৮৬ জন হোস্টেজের কারোই ক্ষতি হয় নি। ইরাক যু্দ্ধের সময় তারা প্রায় ১৫০০ মত মিশনে অংশ নিয়েছিল যেখানে কিনা মাত্র ৫টা ঘটনায় তাদের অস্ত্র ব্যবহার করতে হয়েছিল।

http://i0.wp.com/listverse.com/wp-content/uploads/2013/07/holocaust-e1373951120840.jpg?resize=632%2C474

এটা খুবই সহজবোধ্য বিষয় যে জার্মানীর মানুষ তাদের কালো অতীতটাকে ভুলে যেতে চায়। তবে ভুলে যাওয়া আর ইতিহাস বিকৃতির মধ্যে পার্থক্য আছে।  প্রায় ৭০ বছর আগে নাৎসীদের বর্বতা ও বন্দী শিবিরের কলংকের ঘটনা ঘটলেও আজকের দিনেও অনেকেই আছেন যারা ঐ সময়ের ওখানে কষ্টকর অভিজ্ঞতার ভিতর দিয়ে গেছেন। বস্তুনিষ্ঠ ও চাক্ষুস প্রমানাদি থাকার পরও অনেকেই দাবি করেছেন সেরকম কোন গনহত্যা হয় নি। এই ধরনের দাবি জার্মানী সহ প্রায় ১৭ দেশে দন্ডনীয় অপরাধ দন্ডনীয় অপরাধ বলে স্বীকৃত। এমনকি নাৎসী স্যালুট দেয়ার অপরাধে আপনি তিন বছরের জন্য অন্তরীণ হবেন


http://i1.wp.com/listverse.com/wp-content/uploads/2013/07/autobahn.jpg?resize=632%2C422

জার্মানীর The Bundesautobahnen (federal expressways) বিখ্যাত হচ্ছে ল্যাক অব স্পিড লিমিটের জন্য। কিছু বিশেষ এলাকা যেমন কন্সট্রাকশন কাজ চলছে এমন এলাকা ছাড়া গোটা হাইওয়েতেই Richtgeschwindigkeit (advisory limit) হচ্ছে ১৩০ কেপিএইচ(৮১ এমপিএইচ) । স্টাডি থেকে দেখা গেছে খুব বেশী ড্রাইভার ১৪০কেপিএইচ(৮৭এমপিএইচ) এর বেশী গতিতে চালায় নি। ষাই হোক জার্মানী হচ্ছে  মার্সেডিজ, পোর্শে,অডি আর বিএমডাবলইউর মত হাই-পারফরম্যান্স অটোমোবাইল ম্যানুফ্যালচারারের দেশ। যদি autobahnতে এক্সিডেন্টের খবর কালে ভদ্রেও খুব বেশী দেখা যায় নি। এই স্পিডে কোন ক্র্যাশের পরিণতি হবে সাংঘাতিক। জার্মান পুলিশ আইনের ব্যাপারে বেশ কড়া . ওভারটেক করা নিষেধ, খুব জরুরী কারণ ছাড়া  autobahnতে গাড়ী থামানো যায় না। এমনকি গাড়ীর গ্যাস ফুরিয়ে এই অজুহাতেও পুলিশের কাছে পাত্তা পাবেন না।

জানি না আজও অনেক ছোট হয়ে গেল কিনা তবে চেষ্টা ছিল আরো লিখবার সময়টা বড়ই মূল্যবান তাই পারলাম না। সবাইকে কষ্ট করে এই লেখা পড়া ও সাথে থাকার জন্য ধন্যবাদ।

চলবে...(হয়তো)


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>