Quantcast
Viewing all articles
Browse latest Browse all 15150

আজ সীমান্ত হাটের ২ বছর

Image may be NSFW.
Clik here to view.
http://kurigramphoto.files.wordpress.com/2011/07/kurigram-pic-20-07-2011-2.jpg?w=300&h=169

আজ ২৩ জুলাই সীমান্ত হার্ট যাত্রার ২বছর পূর্তি। ২০১১ সালের এই দিনে যাত্রা শুরু করে কুড়িগ্রামের রাজিবপুর বালিয়ামারী সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে নির্মিত সীমান্তহাট।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, প্রতি বুধবার শীতকালে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এবং গ্রীষ্মকালে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হাটে কেনা-বেচা চলছে। প্রতি হাটে মালামাল বিক্রেতা রয়েছে বাংলাদেশের ২৫ জন এবং ভারতের ২৫ জন। এতে হাটের ক্রেতাও নির্ধারন করা হয়েছে। উভয় দেশের ৩০০ করে ৬০০ জন ক্রেতা হাটে যেতে পারেন।

আন্তর্জাতিক সীমানা পিলার ১০৭২-এর ৪ এবং ৫ নম্বর সাব পিলারের মধ্যবর্তী স্থানে জিরো লাইনের উভয় দিকে বাংলাদেশ অংশে ৭৫ গজ এবং ভারত অংশে ৭৫ গজ জায়গা জুড়ে নো-ম্যান্স ল্যান্ডে হাটটি স্থাপন করা হয়।

হাটে উভয় দেশের ১০টি কৃষিজাত পণ্যসহ ৪৭টি পণ্য কেনাবেচা চলছে। নিয়ম অনুযায়ি কোনো ব্যক্তি ৫০ ইউএস ডলার বা ৩ হাজার টাকার সমপরিমাণের বেশি পণ্য ক্রয় করতে পারেন না।

দু’দেশের সমঝোতা মতে সীমান্ত হাটে কৃষিজাত পণ্য, প্রসাধনী সামগ্রী, আসবাবপত্র, মসলা জাতীয় দ্রব্য, ফলমূল ইত্যাদি বিক্রি করা হচ্ছে।
সুত্র:http://www.kurigramnews.net/2013/07/23/%E0%A6%86%E0%A6%9C-%E0%A6%B8%E0%A7%80%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%9F%E0%A7%87%E0%A6%B0-%E0%A7%A8-%E0%A6%AC%E0%A6%9B%E0%A6%B0/

মন্তব্য: অনেক সম্ভবনা সত্ত্বেও এই হাট আশা জাগাতে পারেনি। ক্রেতা বিক্রেতা দের নানা প্রকার হয়রানি এবং ট্যাক্সের যন্ত্রনাই এর মুল কারন।


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>