ধরাকে আজ ভাবছে সরা,
সেই ছোটলোক, দৃষ্টি কড়া,
সামনে মাছি পায়না ছাড়া,
মালির বাগান খাচ্ছে বেড়া।
প্রচুর টাকার গরম ঠাঁটে,
ছোটলোকি যায় কি তাতে!
ক্ষুদ্র মনের সম্মানিত,
করেন সমাজ আলোকিত!!
পল্টি প্যাঁচের কুস্তি চলে,
কাঁড়বে সবই ছলে বলে,
প্রতিশ্রুত ঘামের টাকা,
দিচ্ছে নাতো, কার কি ঠ্যাকা!
মগডালেতে চড়লো তবে,
ক্ষুদ্রতার এই গরল ভবে,
বুঝতে পারি অতীত-কানা,
নিত্য ঠকের হেরেমখানা।
শীত কাটেনা একটা মাঘে,
খোঁচায় ত্যাড়া শান্ত বাঘে,
আদর করে কামড়ে দিলে,
বুঝবে ঠ্যালা, লবণ ছিলে ...
===
(এইটা একটা গালিছা পাতা/মার্কা ছড়া। গালিছা = গালি দেয়ার ইচ্ছা; দ্রোহ টাইপের শব্দ কঠিন লাগে ... বাবারে!)