খাচ্ছে সবাই নাক ডুবিয়ে,
পেটটা যে তাই ভুটুর-ভাট,
কারও কষা, তরল কারও,
ব্রাশফায়ারে নিনজা হাট।
পেটের ব্যারাম হতেও পারে,
কিংবা হবে সংযমে,
বেরোচ্ছে না সিরাম লেখা,
খুড়িয়ে চলে ফোরাম-এ।
কাটলে পরে এই রামাদান,
জোরসে শুরু হরতালে,
ফুটবে বোমা লেখায় লেখায়,
পড়তে হারাও খেই তালে।
রাজনীতি পোস্ট আসলে পরে,
খড়গ হতে নাও মডু,
অন্য সকল ফুলেল লেখায়,
রেপুর সাথে দাও গুডু।
মিটাপ হলে এর মাঝেতে,
লাগতে পারে ঝটকা এক,
সবার ছবি - ফলোআপে,
গণহারে করবো ট্যাগ।
ভাবছি যতই লাগছে ভাল,
উপায় কী এ গাড়ল নিক,
কোন নামেতে মিশবো সেথা,
বুদ্ধি ঢেকির দিচ্ছি ধিক!
=====
(লেখার পর উপযুক্ত নাম দেয়াটা সবচেয়ে কঠিন ব্যাফার ... ... ধ্যাৎ)