$ 0 0 আউল ভাইয়ের একটি টপিক দেখলাম। অনেক কষ্ট করে একেকজনের পোস্ট সঙ্খ্যা আর সম্মাননার ক্যালকুলেশন করে একটা পার্সেন্টেজ বের করেছেন।জেকুয়েরি দিয়ে সহজেই করা যায় তাই সবার জন্য প্যাকেজ আকারে দিয়ে দিলাম।ক্রোম থাকলে এখান থেকে এই এক্সটেনশনটি এড করে নিন।