হোমিওপ্যাথি চিকিৎসাতে অনেকে উপকার পান, তারা অসুস্থ হলে হোমিওপ্যাথি চিকিৎসাই করাতে চান এবং করেন, আবার কিছু লোক আছেন তারা হোমিওপ্যাথি চিকিৎসার নাম শুনলেই নাক সিটকান
, তারা বোঝাতে চান এটা কোনো চিকিৎসা পদ্ধতি না,
এতে কোনো রোগ সারে না,
এই চিকিৎসা পদ্ধতি কেবল মাত্র বুজরুকি,
এতে কেবল মানুষকে ঠকানো হয়
।
কিন্তু বাস্তবতা অন্য কথা বলে, দেখা যায় প্রচুর লোকের হোমিওপ্যাথি চিকিৎসাতে অনেক পুরানো জটিল রোগ ভালো হয়েছে এবং হচ্ছে, অনেক রোগী অ্যলোপ্যাথি চিকিৎসাতে ভালো কোনো উপকার না পেয়ে, অর্থাৎ ফেলিওর হয়ে অথবা কখোনো কখোনো স্রেফ ছুরি-কাচির ভয়ে(সার্জিক্যাল কেস গুলো) হোমিওপ্যাথি চিকিৎসাতে আসেন এবং তারা হোমিওপ্যাথি চিকিৎসাতে সেরেও ওঠেন,
তাহলে হোমিওপ্যাথিকে স্রেফ বুজরুকি বলে ফুৎকারে উড়িয়ে দেওয়া কতটা যুক্তিযুক্ত?
ফোরামিকরা কে কে হোমিওপ্যাথি চিকিৎসাতে উপকার পেয়েছেন
আর কে কে পায় নি
, হাত তুলুন...!!!
↧
হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি কেবল মাত্র বুজরুকি??
↧