শুধু তোমার জন্য, আমার নিজের শরীরটাকে যদি কেটে কেটে রক্তাক্ত করে দেই। আমি এতটুকুও ব্যাথ্যা পাব না। কিন্তু যদি কোন করণে আমায় ভূল বুঝ তাহলে এই ব্যাথ্যা, আমি সইতে পারবো না। যার জন্য এই পৃথীবিটা সুন্দর দেখি, সেই পৃথীবিতে বেচে থাকার আর কোন সাধ থাকবেনা আমার। আমি বাঁচতে চাই, তোমাকে সাথে নিয়ে বাঁচতে চাই। তোমাকে ছাড়া আমি আমাকে ভাবলে, তার একটি মাত্র পথ খোলা, সে শুধুই আমার মরণ। Please আমায় মরতে দিও না। I Love You. যদি কখনোও পাথর হয়ে যাই, আমায় একটু ছুঁয়ে দিও, জীবন ফিরে পাব, যদি এই দেহে আর প্রাণ না থাকে, তাহলে আর কাছে আসিও না। দূর থেকেই দেখ। আমার আত্মা তোমায় খুঁজবে, যখন পাবে না হয়ত নিরব হয়ে শুধু কাঁদবে। কিন্তু যদি কাছে থাক, তাহলে পাগলের মত ছুটো ছুটি করবে আমার আত্মা। অনেক মানুষের ভিরেও, তোমার সামনে এসে চিৎকার করে কাঁদবে। আত্মার আত্মচিৎকার কেউ শুনবে না। সমস্ত স্মৃতিগুলো মনে পরবে। দু’জন এক সাথে বাঁচতে চেয়েছিলাম। কিন্তু এই সমাজ এই সংসার আমায় বাঁচতে দিলনা গো.....। তোমায় দেখলে বেঁচে থাকার অনস্ত সাধ, মরে গিয়েও হয়ত জেগে উঠবে। কিন্তু মানুষ মরে গেলে, শত মিনতী করেও আর জীবন ফিরে পায় না। আমিও পাব না। কিন্তু বাঁচতে ইচ্ছে করবে। তারপর কি হবে আমি আর জানিনা। I Love You. I Can’t Live Without You.
↧