ইদানীং ভিন্টেইজ লেন্স কেনার ভূত মাথায় চাপছে সেটা মনে হয় ফোরামে কয়েকবার বলেছিও। তবে কেনার পরবর্তী রেজাল্ট নিয়ে পোস্ট করা হয় নাই। তাই ভাবলাম এই পোস্ট খানা করি আমার কাঁচা হাতে তোলা কয়েকটা পিকচার। আর কিছু ডেসক্রিপশন শেয়ার করবো
M.O.G 135/2.8 by mzzyhmd, on Flickr
এই লেন্সটি ইন্টারনেট দুনিয়ায় বোকেহ মন্সটার নামে সুপরিচিত। এটার বেশ কয়েকটি ভার্সন আছে। একেক ভার্সনের প্রাইস এক এক রকম। এটা নির্ভর করে আসলে কতো সালে বানানো হয়েছিলো তার উপর। এবং কোটিং হিসেবে কি ব্যবহার করা হয়েছিলো তার উপর। উল্লেখ্য যে লেন্সের কোটিং হচ্ছে এটাকে সূর্যের আলোর রিফ্লেকশন থেকে সেইফ রাখার উপায়।
এই ভার্সন কিনলে দাম একটু কম। আর মায়ের অপটিক zebra version কিনলে দাম অলমোস্ট ডাবল।
এখানে বলে নেয়া দরকার যে বিশ্ব যুদ্ধের আগে জার্মানীতে মায়ের অপটিক বিশ্ব বিখ্যাত কার্ল যাইস জেনার ভয়ংকর কম্পিটেটর ছিলো। বেশ থ্রিলিং লাগে অতো আগের লেন্স হাতে নিয়ে এইসব ভাবলে। যাই হোক বেশীর ভাগ মানুষের কাছেই আমার এই বকবক বোরিং লাগবে, তাই কথা না বাড়িয়ে সামনে যাই....
Jupiter.8 50/2 by mzzyhmd, on Flickr
এবার একটু সোভিয়েত ইউনিয়নের দিকে যাই। সোভিয়েত লেন্স গুলোর মধ্যে বেশ পরিচিত একটা নাম হচ্ছে এই জুপিটার। মোটামুটি সব পরিচিত সোভিয়েত লেন্স গুলোই জার্মান লেন্স কপি করার জন্য সুপরিচিত বলা যেতে পারে। কার্ল যাইস এবং লাইকার হুবুহু কপিক্যট অনেক গুলা লেন্স সোভিয়েত ইউনিয়নে বানানো হয় এই জুপিটার এবং হেলিয়স ব্র্যন্ডের নাম দিয়ে। সস্তায় কোয়ালিটি লেন্স কিনতে চাইলে সোভিয়েত লেন্স ছাড়া কথা নেই। এদের পার্ফর্মেন্স অনেকটাই মিলে যায় নামী ব্র্যন্ড গুলোর সাথে। সত্যি বলতে প্রিণ্ট কোয়ালিটি বা যুম করে খুব নিখুঁত ভাবে পর্যবেক্ষণ না করলে ধরাই যায় না পার্থক্য। এবং রাশিয়ান লেন্স গুলার বেনেফিট হচ্ছে এদের ইউনিক ক্যরেক্টারিস্টিকস। ক্রিয়েইটিভ মজা করার জন্য এমন ৫০/৬০ ডলার সহজেই খরচ করা যায়.. তবে হ্যাঁ এর মধ্যে দুই একটা লেন্স একসেপশনাল এবং অনেক এক্সপেনসিভ। But its totally worth it!
ফ্লি মার্কেটে হাঁটার সময় তোলা, lens টার color rendition awesome by mzzyhmd, on Flickr
Music Never Sleeps by mzzyhmd, on Flickr
সাদাকালো ছবিও একেবারে খারাপ না.. আসুন এবার একটা জ্যপনিস লেন্সের সাদাকালো ছবি দেখি
কমিন মেইড এই ভিভিটার surprisingly শার্প, সত্যি বলতে রেইজর শার্প (edge-to-edge) f/4 এ। আমার সবচেয়ে প্রিয় লেন্স হয়ে গেছে একদিনের ব্যবহারেই। সূদুর ইউকে থেকে লেন্সটা শিপ করা হয়েছিলো এবং আসতে পাক্কা ১৮ দিন লেগেছে। প্রথমে অনেক সন্দেহে ছিলাম যে লেন্সটা বুঝি পাবই না। তবে আমাকে অবাক করে দিয়ে একদিন সকালে দেখি ইউএসপিএস এর মুড়ির টিন গাড়িতে করে এক বৃদ্ধ লেন্স দিয়ে গেলো!! আমার কেনা ওয়াইডেস্ট লেন্স। ২৪ মি.মি তারপরে আবার স্পিড আর তো বার্গেন প্রাইস আছেই Evil's bay (eBay) এর গ্যম্বলিং থেকে
যাই হোক পোস্ট পাঁচমিশালী হয়ে গেলো ছবি শেয়ার করতে গিয়ে.. স্যরি এগেইন