.
আমাদের দেশীয় বাজারে যে মটরশুটি আমরা খাই, সেগুলো অস্ট্রেলিয়া, ফিলিপাইনসহ ইউরোপ, আমেরিকায় ঘোড়া বা গবাদিপশুর খাবার হিসেবে ব্যবহার করা হয়। মটরশুটির মতো দেখতে এসব ফল দেশে এনে স্বার্থান্বেষী ব্যবসায়ীরা রঙ আর কেমিক্যাল মিশিয়ে মটরশুটি নামে বাজারে ছাড়ছে, যা ঘোরতর অপরাধ।
বিশেষ করে যেগুলো ছাল ছড়ানো থাকে এবং ভ্যানে বিক্রি হয় সেগুলো থেকে সাবধান।
ছাল থাকেনা বলে ওজনে বেশী পাওয়ায় আমরা অনেকেই এটা কিনি