Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

আপনার বয়সের চমৎকার একটি হিসাব সাইটে অ্যাড করুন কোডিং জ্ঞান ছাড়াই!

$
0
0

আপনি তো নিশ্চয় জানেন আপনার বয়স কত বছর? কিন্তু এই মুহূর্তে আপনার বয়স কত বছর, কত মাস, কত দিন, কত মিনিট, কত সেকেন্ড এইগুলো কি জানেন? না জানলে আসুন জেনে নেই। আপনি চাইলে আপনার পোর্টফলিও ওয়েবসাইটে এই ইনফর্মেশন দেখাতে পারবেন। আসুন তার আগে একটি ডেমো দেখে নেই।



ডেমো লিঙ্ক: http://age.bluejhon.info/



এইটা আমার বয়সের হিসাব। আপনি কোনরকম কোডিং ধারণা ছাড়াই এইরকম একটা ওয়েবসাইট করতে পারবেন। শুধুমাত্র কয়েকটা লাইন পরিবর্তন করতে হবে। যেমন আপনার নাম, একটা টাইটেল আর আপনার জন্মসাল।



৫ মিনিটের কম সময়ে এরকম একটি ওয়েবসাইট তৈরির প্রণালীঃ

১. প্রথমে নিচের ডাউনলোড লিঙ্ক থেকে জিপ ফাইল ডাউনলোড করে নিন।

২. নোটপ্যাড প্লাস প্লাস অথবা যেকোন টেক্সট এডিটর দিয়ে index.html ফাইলটি ওপেন করুন।

৩. ৭০ নাম্বার লাইনে March 31, 1990 এর পরিবর্তে আপনার জন্ম মাস, জন্ম তারিখ এবং জন্ম সাল দিন।

৪. ৭৬ এবং ৭৭ নাম্বার লাইনে যথাক্রমে আপনার নাম এবং একটি সুন্দর টাইটেল দিন।

৫. সেভ করুন এবং হয়েগেল ঝটপট বয়সের রেসিপি।

৬. এবার এফটিপি’র সাহায্যে আপনার ওয়েবসাইটে আপলোড করে ভিজিট করুন।



ডাউনলোড লিঙ্ক: http://goo.gl/Bol0fJ




আপনার যদি নিজস্ব ওয়েবসাইট না থাকে তাহলে হোস্টিং ফেয়ার থেকে সল্প খরচে ভালো মানের হোস্টিং এবং ডোমেইন নিতে পারেন। হোস্টিং ফেয়ারের উল্লেখযোগ্য ফিচারের মধ্যেঃ

-সার্ভার আপটাইম ৯৯.৯৯%

-ইঞ্জিনএক্স সার্ভার

-ক্লাউড লিনাক্স

-বিল্ট-ইন এসইও টুলস

ওয়েবসাইটঃ http://hostingfair.com

ইমেইলঃ support@hostingfair.com

হটলাইনঃ ০১৬৭৩১৮২৫৭৪





=====================================================

আর্টিকেল লিখতে সময় ব্যয় হয়েছে ১০মিনিট।

মন্তব্য করতে সময় ব্যয় হবে ১০ সেকেন্ড।

তাই অবশ্যই একটি মন্তব্য করে যাবেন।

=====================================================


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>