Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

জটা অফ মাই ব্রেইন

$
0
0

আজকাল আর লেখালেখিতে মন বসেনা । পড়ার চাপে প্রতিনিয়ত চ্যাপ্টা হয়ে যাওয়া ছাত্র ছাত্রীরাও মনের আনন্দে ঘুরে বেড়ায় বসন্ত উৎসবে , ভ্যালেন্টাইন এর কথা নাই বা বললাম। হাতের কাছে পরে থাকা না পড়া ৯০ টি বই দেখলেও কাছে যেতে ইচ্ছা করেনা আমার মত বইয়ের পোকার ও । পরীক্ষার চিন্তা করতে গেলেই পড়া আর হয় না । সব মিলিয়ে একটা এলোমেলো পরিবেশের সৃষ্টি হয়ে চলেছে আমার চারপাশে । এক কথায় বোরিং লাইফ যাকে বলে ।  whats_the_matter
                                     

                            ছবি আঁকা , হ্যান্ডিক্র্যাফ্ট বানানো , নিত্যদিন   কিছু না কিছু করে সময় কাটানোর মত মজার সময়টা একটা সময়ের বন্ধনে এসে ধাক্কা খেয়ে রীতিমত দূরে সরে গেছে ।এখন দেখলে মনে হয় ধৈর্য হবে না । দেখলেই ভয় লাগে এখন । কিছু কিছু সময় উপলব্ধি করতে পারি যারা বই পড়েনা বা মুভি দেখতে বোরিং ফিল করেন কেন? কারণ  একটা স্পেসিফিক সময় তো আমার ভাল লাগেনা । আর ওদের কোনকালেও লাগেনা । কজ এন্ড ইফেক্ট বুঝেন তো ঠিক সেইরকম । neutral

          ইকোনোমিক্স এর ব্লেন্ডারে আমি মিক্সার হয়ে গেছি । আমাকে এখন  রীতিমত ফেলটু ছাত্রী দের দলে ফেলা যায় আর আমি সেখানে একাই আছি । কারণ আমি ছাড়া সবাই বুঝে খালি আমি ই বুঝিনা ।কিন্তু ইকোনমিক্স বুঝতে গিয়া আমি কাথাঁ-বালিশ ছিড়া চারিদিকে ছড়াইয়া রাখছি । আজকাল মাথায় কিছু ঢুকে না ।  আর কারো থেকে হেল্প নিয়ে বুঝার তো প্রশ্নই আসে না । কারণ ? বুঝে নেন।ইলাসটিসিটি অফ ডিমান্ড মানে হল ক্লাসে ভাল ছাত্রী দরকার , আর আমি পড়ছি গিয়া ইলাস্টিসিটি অফ ফেলটু ছাত্রী সাপ্লাই এর আন্ডারে ।ক্লাসের ভবিষ্যতে আমি ই একমাত্র একখান তারা যারে দিয়া কোন আশা করা যায়না ।


                 প্রতিটা সাবজেক্ট নিয়া সব কিছু জট পাকাইয়া জিলাপির প্যাচের মত আমার পুরা ব্রেইনে প্যাচাইয়া গেছে । এখন বলেন এই জিলাপী কেউ না খাইলে আমি পড়মু কেমনে?? 

                           গ্রুপ স্টাডি করতে গেলে এত স্টাডি হয় যে কি আর কমু । আড্ডাবাজী আর হাসাহাসি ছাড়া স্টাডিরে গ্রুপস্টাডি বলে নাকি  । আর একা পড়তে আইলে কিছুই বুঝিনা । ম্যাডামের কাছে বুঝতে গিয়া দেখি উদাসীন । কিছুই করার নাই । হু হা কইরা আইসা পড়ছি ।

                                                   এত পড়ার বই আর বুঝনের মানুষ ফালাইয়া , আমি পড়ালেখা করি ফেসবুকে । কেমনে?? ফেসবুকে যারা আছে তাদের মাথা নষ্ট কইরা দিয়া । সাদীরে আজকে সকালে প্রগ্রামিং নিয়া এত জ্বালাইছি বেচারা আমারে কোনদিন ভয়ে নক দিব না । আমারে প্রগ্রাম নিয়া ছোটখাট লেকচার দিয়া হাকুশ পাকুশ  বানাইয়া দিছে । আমি সব প্রগ্রাম শিক্ষা ফেলছি  আর ভুইল্লাও গেছি।  সাথে লিনাক্স আর ম্যাক নিয়া তো এক্কেবারে আমারে ইম্প্রেস কইরা ফালাইছে । এখন আমার মাথায় ম্যাক ঘুরতাছে লগে লিনাক্স।টাকা সাদী দিব কইছে ম্যাক এর লাইগা ।  আপনারাও ওকে বুকিং দিয়া দেন ।
                         ইকোনমিক্স এর একজন বিখ্যাত স্যার আছেন থাকেন ক্যানাডায় , কইছি আন্কেল তাড়াতাড়ি লেকচার সেন্ড করেন নাইলে কিন্তু আপনের সুনাম করুম।সবাইরে কইয়া দিমু আপনি ভাল ইকোনোমিক্স এর স্যার । আমি একা থাকতেই ধাক্কা সামলান নাইলে পুরা ইকো গ্যাং নিয়া আমু । তারপর আপনের মাথায় যে ২/৪ টা চুল আছে তাও পইরা যাইব কইলাম  thumbs_down thumbs_down

                         এত কিছু বুঝতে হইলে আমার একটা র্যাম লাগব । আর ছোটখাট একখান লাইভ হার্ডডিস্ক , আমার মস্তিস্ক এর বয়স অনুযায়ী ডাটা বেশি হইয়া গেছে কিনা ,তাই ভাবছি ১ টেরার একটা মস্তিস্ক কিনতে হইব।

সমস্যা আর সমস্যা । এত সমস্যা নিয়া কি ঘুমানো যায় নাকি । বটগাছ সাহেব আপনি ই বলেন । আপনি এত সমস্যা দেইখা কোনদিন ঘুমাইছেন? আমার মনে হ্য় না । আমিও সারারাত ঘুমাইতে পারিনা । আগেও পারতাম না । পার্থক্য হইল আগে হয়ত প্রেসার ছিলনা তাই ঘুম আসতনা আর এখন বেশি প্রেসারে ঘুম আসেনা ।সকালে ভার্সিটি থাকে দেইখা  ৩ টা চারটা বাজে জোর করে ঘুমাইতে হয় । ঘুমানোর জন্য হেভি ডোজ ঘুমের ঔষধ ব্যবহার করি  আর সেটা হইল বোরিং কোন মুভি ।যদি অনেক বোরিং কোন মুভি হয় তাইলে ৫০ মিনিটের মধ্যে আমার ঘুম আসবে যে কোনভাবে । সকাল ৭ টায় উঠি হিউজ মাথা ব্যথা নিয়ে । ভার্সিটি যাই একরাশ চিন্তা মাথায় নিয়ে । লেকচার মাথার উপরে দিয়া যায় । বাসায় আসি রাত ১০ টা ৩০ এ ।



            বিকাল ৪টা৩০ থেকে রাত ১০টা ৩০ পর্যণ্ত কি করি?? আমি কিছু করিনা , কতগুলা ছোটপাখি কিচিরমিচির কইরা আমার মাথার জিলাপির প্যাচগুলাতে আরো বেশি করে গিট্টু লাগায় দেয় । এখন তুমি ই বল বটগাছ এই গিট্টু কি তোমার পক্ষে খোলা সম্ভব । না সম্ভব না কারণ তুমি নিজেই তোমার মাথায় অনেক বড় বড় জটা নিয়া দাড়াইয়া আছ আমার জটা তুমি খুলবা কেমনে । আমি কিন্তু তোমার মত না আমার ব্রেইনেই শুধু জটা চুল কিন্তু প্রতিদিন ই আচরাই ।কিন্তু এখন আমার সবচেয়ে বেশি দরকার হল  তোমাকে কারণ তুমি ছাড়া আমার কথা আর কে শুনবে বল । smile


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>