অনেক সেলিব্রেটি আছে যাদের চেহারায় বেশ মিল আছে। যেমন-
ঋত্বিক রোশন-ব্রেডলি কোপার-হারমান বেওয়াজা
(ঋত্বিক ও ব্রেডলির মধ্যে অনেক মিল। হারমানকেও কিছুটা ঋত্বিকের মতো লাগে)
শ্রীদেবী কাপুর-দিব্যা ভারতী
ঐশ্বরিয়া রাই - স্নেহা উল্লাল
রানী মুখার্জি - রুমানা খান (বাংলাদেশি সিনেমা ও টিভি অভিনেত্রী)
(তাদের দেখলে মনে হয় যেনো জমজ বোন)
রানবীর কাপুর - ইমরান আব্বাস (পাকিস্তানি টিভি অভিনেতা)
(রানবীর ও ইমরান পুরাই এক রকম লাগে আমার কাছে)
অর্জুন রামপাল-বিক্রম সিং (ইন্ডিয়ান মডেল)
(দুইজনকে দেখতে আমার কাছে একরকম লাগে। চেহারায় অনেক মিল)
মাধুরী দিক্ষীত-নিকি ওয়ালিয়া (হিন্দী সিরিয়ালের অভিনেত্রী)
(নিকিকে টিভির মাধুরী দিক্ষীত বলা হয়। একেবারে যমজ বোনের মতো লাগে দুইজনকে)
আপনার কাছে যাদের লুক এলাইক সেলিব্রেটি মনে হয় তাদের ছবিও শেয়ার দিতে পারেন।