প্রতিদিনের মত আজও ভার্সিটিতে যাওয়ার জন্য সকালে বের হয়েছিলাম।কিন্তু বাসা থেকে এক পা বাহিরে দিতেই দেখি রাস্তা ডুবে নদী হয়ে গেছে। কোন মতে একটু সামনে এগিয়ে একটা রিক্সা দেখলাম। ১৫ টাকা ভাড়া বলে কিনা ৪০ টাকা। তাও কোনরকম বুঝিয়ে শুনিয়ে ৩০ টাকা তে রাজি করিয়ে রিক্সাতে উঠলাম। একটু সামনে এগুতেই দেখি পুরা এলাকা পানিতে ডুবে গেছে।মনে হল যেন কর্দমক্ত সুইমিং পুল। আমার তলা কিছু ছবি নিচে দিলাম। সব থেকে দুঃখের বিষয় হল এত কষ্ট করে গেলাম র গিয়ে শুনি ক্লাসই হবে না। আইতা শুইনা টো পুরাই মাথা নষ্ট। রাস্তা ডুবে সুইমিং পুল, রিক্সা ভাড়া বেড়ে দ্বিগুণ আর ক্লাস এ গিয়া শুনি আমার আসাটাই ভুল
↧
রাস্তা ডুবে সুইমিং পুল, রিক্সা ভাড়া বেড়ে দ্বিগুণ :(
↧