Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

প্রজন্ম ফোরাম থেকে মূখ ফিরিয়ে নিয়েছে পাঠকরা

$
0
0

notlisteningঅনেক দিন পর প্রজন্ম ফোরামে ঢু মারলাম। যে সাইটটা একদিন না দেখলে মন-প্রান আনচান করতো চির চেনা সেইটটার বেহাল দশা দেখে খারাপ লাগলো। তাই লেথা- যেখানে টেকটিউনস ক্রমেই এগিয়ে যাচ্ছে, জনপ্রিয়তা বাড়ছে প্রতিনিয়ত।
প্রজন্ম ফোরাম যারা দেখভাল করতো তাদের অতিরিক্ত অহংকারের কারনেই  সাইটটার এমন দশা। আপনাদের বোঝা উচিৎ ছিলো জনপ্রিয় হতে হলে সাধারন সদস্যদের মুল্যয়ন করা উচিৎ ছিলো। তা না করে যখন তখন যাকে তাকে আক্রমন করা ও সাইট থেকে ব্যান করার পরিনতি কি সেটা নিশ্চয় বোধগম্য হয়েছে।

বর্তমানে যেখানে টেকটিউনস বাংলাদেশের অবস্থানে-১২ তে তখন প্রজন্ম ২৬৫ তে অবস্থান করছে।
আমার পুর্বের একাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে তাই নতুন একটা একাউন্ট খুল্লাম।
আমার মূল্যবান সময় কিছুটা নষ্ট করলাম। তা ছাড়া কিছুই না। এ রকম একটা সাইটে সময় দেওয়ার কোন মানেই হয়না।
পোষ্টটা বন্ধ কইরেননা- নিজেদের সমালোচনা কিছুটা সইতে... কামে দিবু।

বানানের দিকে নজর দেয়ার সময় নাই!


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>