সিনেমা শুটিংয়ের সুবাদে প্রতি মাসেই ব্যাংকক যেতে হয় শাকিব খানকে। শুটিংয়ে বিরতি পেলেই শাকিব বেরিয়ে পড়েন বিভিন্ন শপিংমলে। গত এক বছরে শাকিব পছন্দ করেছেন তাঁর বাড়ির জন্য নানা আসবাবপত্র। কিছু আসবাবপত্র এর আগে নিয়েও এসেছিলেন তিনি। তবে এবারই পানি পথে আসছে আসবাবপত্রের বড় চালান।জানা গেছে, বর্তমানে শাকিবের ফ্ল্যাটের কাজ চলছে এবং পাশাপাশি বাড়ি নির্মাণের কাজও এগিয়ে চলছে। এরই মধ্যে তিনি একটি বড় ফ্ল্যাট ভাড়া নিয়েছেন গুলশানে। সেখানেই আপাতত এসব আসবাবপত্র রাখা হবে বলে জানিয়েছেন তিনি।
http://www.prothom-alo.com/detail/news/205230
সহি-সালামত মালামাল এখন দেশে ফিরলেই এখন হয়।