পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী প্রজন্ম ফোরামের সদস্যদের জন্য নতুন পদবীসমূহ যোগ করা হয়েছে। পদবীসমূহ আপডেটের জন্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কে বেছে নেয়া হয়েছিল এবং পরিকল্পনা অনুযায়ী প্রথম প্রহরেই এটি আপডেট করে দেয়া হয়েছে।
নতুন পদবীসমূহ ১৫০০ পোস্টের অধিক পোস্টকারীদের জন্য প্রযোজ্য হবে। নতুন পদবীসমূহের পোস্টগুলোর সীমাসমূহ নিম্নে উল্লেখ করে দেয়া হলোঃ
১,৫০০ থেকে ২,৯৯৯ পর্যন্ত - "প্রজন্ম গুরু"
৩,০০০ থেকে ৪,৯৯৯ পর্যন্ত - "পাঁড়-প্রাজন্মিক"
৫,০০০ থেকে ৯,৯৯৯ পর্যন্ত - "প্রজন্মচার্য"
১০,০০০ থেকে ১৯,৯৯৯ পর্যন্ত - "প্রজন্ম-প্রেমী"
২০,০০০ থেকে ৪৯,৯৯৯ পর্যন্ত - "প্রজন্ম-রত্ন"
৫০,০০০ এবং তার উপরে - "মহাগুরু"