পত্রিকা ও কম্পিউটারের পাশাপাশি এখন মুঠোফোনেও সহজে পড়া যাবে প্রথম আলো। প্রথম আলোর অ্যাপ্লিকেশন বা অ্যাপ যুক্ত হয়েছে নকিয়া স্টোরে। দেশের প্রথম বাংলা সংবাদপত্রের অ্যাপ্লিকেশন এটি। দামি স্মার্টফোনের পাশাপাশি ইন্টারনেট-সুবিধাযুক্ত কম দামের নকিয়া মুঠোফোনেও এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করে পড়া যাবে প্রথম আলোর সব সংবাদ।
মুঠোফোনে http://prothom-alo.com/nokia -এ লিংকে গিয়ে ডাউনলোড করা যাবে প্রথম আলোর অ্যাপ্লিকেশনটি। এ ছাড়া নকিয়ার ওভি স্টোরে নিউজ অ্যান্ড ইনফো ক্যাটাগরিতেও অ্যাপ্লিকেশনটি পাওয়া যাবে। মুঠোফোনে এই সেবা কার্যক্রমের কারিগরি সহযোগিতায় রয়েছে মাল্টিমিডিয়া কনটেন্ট অ্যান্ড কমিউনিকেশন (এমসিসি)।
↧
পত্রিকা ও কম্পিউটারের পাশাপাশি এখন মুঠোফোনেও সহজে পড়া যাবে প্রথম আলো
↧