কি শুনে আবাক হচ্ছেন ? ফেইসবুক চ্যাট করার সময় আমরা বিভিন্ন ধরনের ইমোশন ব্যবহার করে থাকি যেমনঃ
এখন যদি আপনি আপনার প্রোফাইল পিকচার বা আপনার বন্ধুর ছবি ব্যবহার করেন তাইলে এইটা হবে একটি আনকমন চ্যাট ।
যেভাবে আপনার প্রফাইলের ছবিটিকে চ্যাট ইমোশন হিসেবে ব্যবহার করবেন
আমাদের সবার ফেইসবুকের ইউজার নেম সেট করা আছে, যেমন আমার ফেইসবুক ইউজার নেম http://www.facebook.com/shuvobd1020 ।
আপনাকে যে কাজটি করতে হবে সেটা হল, আপনি যার প্রফাইলের ছবিটি ইমোশন হিসেবে ব্যবহার করতে চান তার ইউজার নেমটি জানা, যেমন আপনি যদি আমার প্রফাইলের ছবিটিকে ইমোশন হিসেবে ব্যবহার চান তাহলে আমার ফেইসবুক ইউজারনেমটি ব্যবহার করতে হবে, যেমনঃ [[shuvobd1020]] অবশ্যই থার্ড ব্রাকেট গুলি সহ লিখতে হবে ।