Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

ভালবাসার পূর্ণ অর্থ(গো-বেষণা মূলক রম্য পোস্ট)

$
0
0

http://3.bp.blogspot.com/-_TOQwlYcS54/Tw2Ktt8zQ1I/AAAAAAAAIkk/Yv6h-g-UzSQ/s1600/love-comments-myspace-1.gif

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন,

সহজ কথা বলতে আমায় কহ যে, সহজ কথা যায় না বলা সহজে।।

যদি ব্যাখ্যা করা হয় তাহলে দেখুন "আমি তোমাকে ভালবাসি" কথাটি কত সহজ।কিন্তু কাউকে যখন প্রপোজ করার সময় দিন দুনিয়া ভেঙ্গে সুনামি এসে আসে wink!!!

তবে এই উক্তিটির ডিজিটাল রূপায়ন হয়েছে এরকমঃ

ভালবাসতে মনটা আমার চাহে যে, ভালবাসা যায় না এত সহজে।।

যাক সেসব।একেক জনের কাছে ভালবাসার অর্থ একেক রকম  neutral।দেখি কার কেমন অভিমতঃ

ছাত্রঃ ভালবাসার পূর্ণ অর্থ হলঃ

ভাঃ ভালো-মন্দ চিন্তা না করে confused
লঃ লোক লজ্জা উপেক্ষা করে dontsee
বাঃ বাবা-মার মুখে চুনকালি দিয়ে dontsee
সাঃ সাগরে ঝাঁপ দেয়া  crying


গণিতের শিক্ষকঃ যার দৈর্ঘ্য,প্রস্থ নেই শুধু গভীরতা আছে তাকে ভালবাসা বলে  neutral।কিছু ক্ষেত্রে গভীরতা সমান থাকে আবার কিছু ক্ষেত্রে গভীরতা থাকে না neutral।শূণ্যের উপর ভর করেই চলে neutral


ডাক্তারঃ ভালবাসা এমনিই একটি রোগের নাম,যা ঘুম নষ্ট করে sleeping,ক্ষুধা কমায়,চিন্তা বাড়ায়  hairpull,মানসিক অশান্তিতে রাখে:( ।


পুলিশঃ ভালবাসা হচ্ছে এমনই এক জেলখানা,যেখানে প্রেমিক-প্রেমিকাদের বন্দী রাখা হয়।


কবিঃ ভালবাসা মানে উদাস হাওয়া,এই আছে এই নাই:(।কবিতার ভাষায় বললে,


"ভালবাসা মোরে ভিখারী করছে ghusi,
তোমারে করেছে রাণী
"


রাজনীতিবিদঃ ভালবাসা মানে পার্কে,গাছতলায়,চাইনিজে বসে সভা আর আলোচনা করা yahoo।কোন কিছুতে ব্যাঘাত ঘটলে উভয়পক্ষ বা একপক্ষ থেকে ব্রেক-আপ,কথা না বলা,ঝগড়া করা ইত্যাদি কর্মসূচীর ঘোষণা দেয়া thinking


ভিখারীঃ ভালবাসা হল একজনের মন অন্যজনকে ভিক্ষা দেয়া এবং অন্য জনের মন ভিক্ষা নেয়া smile


কুলিঃ ভালবাসা হচ্ছে একে অপরের সুখ-দুঃখ আটিঁ বেঁধে বহন করা big_smile


মাঝিঃ ভালবাসা হল মান অভিমান এবং কিছু আবেগের দাঁড় টান।সহজ কথায় লগি আর বৈঠা।


বিক্রেতাঃ ভালবাসা হচ্ছে হৃদয়ের বেচাকেনা neutral।কোন ক্ষেত্রে উইথ ওয়ারেন্টি সাপোর্ট থাকে  wink।তবে বেশীর ভাগ ক্ষেত্রেই থাকে না।আর ভাগ্য ভাল হলে গ্যারান্টিও পাওয়া যায়।আর চাইনিজ হৃদয় থিক্ক্যা সাবধান থাকবেন।


বাড়িওয়ালাঃ ভালবাসা মানে দুই বেড,বাথ,ডাইনিং,কিচেন ও একটি সুন্দর বারান্দা।সেই সাথে মাস শেষে ভাড়া নেয়া big_smile


ব্যর্থ প্রেমিকঃ ভালবাসা মানে তো কিছু নেই।এর মানে শুধুই নিরাশা,শুধুই অন্ধকার crying

ভালবাসে আমি খেয়েছি এমনি ছ্যাকা sad
যার কারণে হয়ে গেছি আমি বেকা crying


ভালবাসা সর্ম্পকে তো এদের উক্তি জানলেন smile।এবার আপনারটা শেয়ার করুন wink


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>