চুল নিয়ে হাসি
কারও চুল কোঁকড়া
কারও চুল পোকড়া
কারও চুল স্প্রিং
টান দিলে করে প্রিং প্রিং
কারও চুল ঝুটি
নেই কোন ত্রুটি
কারও চুল বেণী
সবাই থাকে রেনী
কারও চুল কালো
দেখতে লাগে ভাল
ছোট আছে কারও চুল
বাঁধতে নেই কোন ভুল
খোঁপা করা কারও চুল
লাগবে ভাল দিলে ফুল
লম্বা আছে কারও চুল
বাঁধতে আছে অনেক ভুল
সুন্দর করে বাঁধলে চুল
দেখতে লাগে ফোঁটা ফুল।।