Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

ফোরামিকদের সম্বন্ধে অনুমান....

$
0
0

ফোরামে আসছি এক বছর হয়ে গেল । অনেক আনন্দ নিয়ে কাটল একটি বছর । সবার পদচারণায় প্রজন্ম মুখর হয়ে থাকে । কারো সাথে কারো দেখা হয়নি বা একবার/দু'বার দেখা হয়েছে । হয়তোবা কারো সাথে ফোনে আলাপ হয়েছে হয়তোবা চ্যাট এ আলাপ হয়েছে । কিন্তু তারা কি ধরণের মানুষ...... যেমন-মিশুক প্রকৃতির কিনা, কিংবা অনেক রাগী কিংবা মুখ ফুটে কিছু্ই বলে না অথবা সে হিংসুটে বা সে হতে পারে আপনার প্রিয় ব্যক্তি ।

একজনের সাথে না চললে বলা যায় না সে কি রকম মানুষ । একটা মানুষকে চিনতে গেলে তার সাথে চলাফেরা উঠাবসা  করতে হয় তাহলেই বুঝা যায় সে কি রকম মানুষ । দুর থেকে তার সম্বন্ধে কিছুই বুঝা যায় না ।

তাহলে আসুন না আজ একটু অনুমান করি কে কি রকম!!!!!
হয়তো কথার সাথে মিলতেও পারে আপনার অনুমান

আমার অনুমানে.......

০১। মুন

মুনাপুকে আমার কাছে খুবই বুদ্ধিমতি মনে হয় । একটু দুষ্টও আছেন তিনি । তার ব্রেইন খুব ভাল । খুব সুন্দর মন্তব্য করতে পারেন । তাকে আমার কাছে অসাধারণ লাগে ।

২। শান্ত বালক
খুব ভদ্র মনে হয় শান্ত ভাইকে........তিনি সবার টপিক পড়েন এবং মন্তব্য করেন । তার রাগ গোস্ব্যা কম মনে হচ্ছে আমার কাছে...... ।

৩। ইলিয়াস

আমি উনাকে ভাইজান বলে ডাকি । কারণ আমার বড় ভাই নাই । ভাইজান বলে ডাকলে খুব শান্তি লাগে । ধারণা করতেই পারেন কতটুকু ভাল হলে মানুষ তাকে এত পছন্দ করে ।
তিনি ইসলামিক মাইন্ডের মানুষ । তবে ধর্মীয় ব্যাপারে বিতর্কে যান না । এটা আমার ভাল লাগে । ভাইজানেরও রাগ কম মনে হয় ।

৪। মুজতবা আহমেদ
খুবই মিশুক প্রকৃতির মানুষ । যার পদচারণায় ফোরাম মুখর হয়ে থাকে

৫। ফারহান
দুষ্টে সেরামনি লংকার রাজা মনে হয় । ফারহানও খুবই মিশুক প্রকৃতির এবং ফোরামকে মাতিয়ে রাখে ।

৬। মরুভূমি
দস্যু ভাইয়ের প্রো পিক দেখলেই মনে হয় উনি খুব রাগী মানুষ । উনি খুবই স্বাস্থ্য সচেতন মানুষ মনে হয় । ভাল মানুষ তো বটেই ।

৭। তাহমীদ আফসার

এই পিচ্চি বয়সে আমি কম্পিউটার কি তাই জানতান না । ওর অনেক মেধা মানে অলরাউন্ডার
ওর জন্য প্রাউড ফিল করি । বড় হয়ে একজন ভাল মানুষ হউক এই দোয়াই করি । দুষ্টও বটে অনেক ।

৮। নাদিয়া জামান

নাজা আপু অনেক ভাল মনের মানুষ । মিশুকও বটে......... উনারও জ্ঞান বুদ্ধি অনেক । মানে ব্রেইন ভাল । সুন্দর লেখার ক্ষমতা আছে । রাগ গোস্যা মাঝামাঝি ।

৯। মেহেদী৮৩

বাচ্চা ছেলেটা আসলেই আমার কাছে ডানপিঠে লাগে । মিশুক স্বভাবের ব্যক্তি সে..........এর চেয়ে বেশী বলতে পারবো না ।

১০। উদাসীন

উনাকে আমার অসাধারণ ব্যক্তিত্ব মনে হয় । অনেক সুন্দর করে লিখেন উদাসীন ভাইয়া । খুবই মিশুক স্বভাবের...... ভাল লাগা টপিকগুলোতে সম্মাননা দিতে ভুলেন না তিনি ।

১১। হাঙরিকোডার
বাপরে নাম শুনলেই ভয় লাগে । মনে হয় অনেক রাগী

১২। অয়ন খান
অনেক অলস মনে হয় । ভাল ছেলে এবং মিশুক প্রকৃতির

১৩। দ্যা ডেডলক
মরাতালা ভাই কেমনে যে রিপোষ্ট খুজেন ভাইব্যাই পাই না । দারুন লাগে তার এ ব্যাপারটি
অনেক ভাল ছেলে বলেই আমার মনে হয় ।

১৪। তার ছেড়া কাওয়া
কাওয়া ভাই গল্প লিখতে ভালবাসেন । আর কেউ গল্প পোস্ট করলে সবার আগে তিনি মন্তব্য করেন বা পরেও করেন । অন্য টপিকে তেমন একটা মন্তব্য না করলেও্ গল্পে তার কমেন্টস থাকেই । আমার কাছে মনে হয় গল্প পাগল ছেলে ।

১৫। বোরহান
সহজ সরল একটা ছেলে । মনটাও সুন্দর । মিশুকও বটে

১৬। মিনহাজুল হক শাওন .....
সেও খুব ভাল ছেলে । তার রাগ গোস্বা কম বলেই মনে হয় আমার কাছে

১৭ । জেলাল
জেলাল ভাইকেও অনেক ভাল মানুষ বলে মনে হয়

১৮। শামস.....
মাঝে মাঝে অনেক মজার টপিক নিয়ে হাজির হন । ভাল লাগে । তবে অন্যের টপিকে মন্তব্য কম করেন বলেই আমার মনে  হয় ।

১৯। স্বপ্নীল
স্বপ্নীল সবার প্রিয় । অসুস্থতার জন্য সে ফোরামে কম আসে । খুবই ভাল ছেলে । ভদ্র এবং মিশুক স্বভাবের ।

২০। সাইদুল...
সাইদুলও আমার খুবই প্রিয়.....এবং সবার প্রিয় । তার টপিকগুলোই তার প্রমাণ । মিশুক এবং ভদ্র । তেমন দুষ্ট না মনে হয় আমার কাছে ।

২১। নীলা
নীলা মনি তো অনেক বুদ্ধিমতি এবং দুষ্টের সেরামনি..........ভাল ও সুন্দর মনের অধিকারী । সবার সাথে মিশে যেতে পারে নিমেষেই ।

২২। আঁকাশছোঁয়া
কবিতা লিখায় পারদর্শী । ভদ্র ছেলে । তেমন দুষ্ট বলে মনে হয় না ।

২৩। দক্ষিণের মাহবুব
ইদানিং কম আসতেছেন দেখি । অনেক ভাল এবং ভদ্র মনে হয় ।

২৪। শিপলু ও শামীম ভাই
শিপলু ভাই ও শামীম ভাই অনেক ভাল মানুষ বলেই মনে হয় । এই ভাইদের সম্বন্ধে তেমন একটা ধারণা নাই আমার ।

আর তাছাড়া সকল ফোরামিকই আমার কাছে প্রিয় । সবার সম্বন্ধে বলতে গেলে লিখেও শেষ করা যাবে না । আমার ধারণা কি একটুকুও মিলেছে কারো সাথে । মিলে থাকলে দয়া করে জানাবেন ভাল লাগবে । আর কেউ মাইন্ড করবেন না প্লিজ.......... প্লিজ প্লিজ । এটা তো শুধু অনুমান.........আমার সম্বন্ধে আপনাদের অনুমানও বলতে পারেন নিদ্বির্ধায়..............................

আপনাদের ধারনাও বলতে পারেন এই টপিকে যদি আপত্তি না থাকে ।
ভাল থাকবেন সবাই......... সবার জন্য প্রতিটি দিন হউক আনন্দের......
========================================================
সবার নামের পাশে লিংক দিতে পারলাম না দু:খিত । বাসায় চলে যাবো আমার দুইটা ছেলেই অসুস্থ । দোয়া করবেন সবাই


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>