Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

ঘন ঘন চোখের পাতা পড়া সমস্যা

$
0
0

ফোরামে যারা ডাক্তার আছেন তাদের কাছে জানতে চাই আমার একটা সমস্যা খুব ছোটবেলা থেকেই । আমার খুব বেশি চোখের পাতা পড়ে অর্থাৎ যেখানে স্বাভাবিক মানুষ ১ বার পাতা ফেলে সেখানে আমি ৩-৪ বার ফেলি । প্রথমে বুঝতাম এটা বোধহয় অভ্যাস এর জন্য হচ্ছে । পরে দেখি যে না আমি যদি অন্যদের মত চেষ্টা করি সেক্ষেত্রে দেখা যায় আমার চোখ দিয়ে পানি পড়ে ও চোখ কিছুটা চুল্কায়, আমার জন্য অন্যদের মত পাতা ফেলা প্রায় অসম্ভব । কিন্তু ৩-৪ বার পাতা পড়লে কোন সমস্যা হয় না । এই পাতা পড়াটা স্বাভাবিকের মত আমার ও অজান্তে ঘটে । এক্ষেত্রে কি করণীয় । উল্লেখ্য যে এ ব্যাপারে আমি এখনো কোন ডাক্তার দেখাইনি ।


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>