মাদক ভয়ংকর
নিউজ শুনুন নিউজ
কেমন করে একটা জীন
করল মাদক ফিউজ?
একই পাড়ায় থাকি
আমি সাকের আর সূঠাম দেহের
বাকের হোসেন বাকি।
বন্ধু আমার বাকি
সময় পেলে কি অপরূপ
করত আঁকাআঁকি!
বাবার অনেক টাকা ছিল
ক্যারাম খেলায় পাকা ছিল
সুপার ডিলাক্স চাকা ছিল গাড়ির।
দাদুর নাকি হাতী ছিল
এমন লোকের নাতি ছিল
চারকষা ঝাড় বাতি ছিল বাড়ির।
শিল্পী হওয়ার লক্ষ্য ছিল
গানের সাথে সখ্য ছিল
ছিল বাকি দক্ষ গীটার বাদক।
পোশাক আশাক ছিন্ন হল
শরীরটা তাঁর জীর্ণ হল
হল জরাজীর্ণ জীবন
তাঁর মাদকে।
হেরোইন সুখ ছোঁয়াল
খানদানী ওই শিষ দেয়ালে
ঘরটাও নেই, রাস্তাঘাটে বাস
মান সম্মান সব হারাল
টাকার খোঁজে হাত বাড়াল
চিকিৎসকের কৃপা পেয়েও
জীবন হল নাশ,
নিউজ শুনুন নিউজ
মাদকমুক্ত থাকলে জীবন
লম্বা হবে সিউর।।