পরীক্ষা!!
পরীক্ষাটা সামনে এলে
মাথায় পড়ে বাজ,
যেটা ধরি সেটাই দেখি
মেলাই বাকি আজ।
সকাল-বিকাল ভাবনা এখন
কেমন করে পাশ,
সারা বছর দিয়েছি ফাঁকি
তাই তো সর্বনাশ।
কোনো মতে যদি এবার
উপরে উঠে যাই,
এমন পড়া পড়ব তখন
তুলনা যার নাই।
[বিঃদ্রঃ পরবর্তী বছরের জন্য আবার প্রথম থেকে পড়া শুরু করুন]