একবার একটা গান আমি এক ছোট মেয়ের কন্ঠে দুর থেকে শুনেছিলাম।
গানটা এতই ভালো লাগলো যা বলার মত না। কিন্তু বুঝতাছি না সেটার মুল লিরিক্স বা নাম কি তাই খুজে পাচ্ছি না।
গানটা এমন :
১. ছোট একটা মেয়ে সম্ভবত গায়।
২. কিছুটা দ্রুত ছন্দের মত করে গানটা।
৩. You can never... এইরকম দিয়ে শুরু আর প্রায় প্রতি লাইনেই এটি রয়েছে।
৪. মনে হবে ছড়া টাইপের কিন্তু অনেক সুন্দর।
আর কিছু বলতে পারছি না...
যদি কেউ জানেন.. হেল্প করুন...