Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

চলুন বিস্বয়কর বিশ্ব সেরা গ্লাস মিউজিয়্যম ঘুরে আসি (..১..)

$
0
0

পহেলা বৈশাখকে সামনে রেখে কোনো প্ল্যানিং ছিলোনা আসলে, এদিকে স্প্রিং উইকও শেষের দিকে। সব প্ল্যানিং নষ্ট করছে স্ট্যাটের একটা সার্ভে প্রজেক্ট  hairpull যাই হোক আফসোসটা একটু কমানোর জন্য ভাবলাম টাউনের বাইরে একটা ট্রিপ দিয়ে আসি। তাই দেরী না করে ১০০ মাইল রেডিয়াই এর মধ্যে চলে আসলাম নিউইয়র্কের কর্নিং শহরে। এসেই একটু পর বের হলাম ছোট্ট একটা ইড়্যন্ডের জন্য। বের হয়েই খেয়াল করলাম আমি যে রোড ধরে হাটছি সেটা হলো পুরাতন ডাউন টাউন: তার প্রমানও পেয়ে গেলাম, বিল্ডিং গুলোর দিকে তাকিয়ে দেখলাম রাস্তার একপাশ ধরে সব এন্ট্যিক জিনিশ পত্রের দোকান: আরেক পাশ ধরে সব গ্রীলড চিকেন  love

http://i.imgur.com/VLRiRl.jpg

প্রকৃতির দিকে তাকিয়ে দেখলাম আরে কি সুন্দর স্প্রিং, কিন্তু যদিও তখনও ছিলো ৩ লেয়ার কাপড় পড়ে থাকার মতো উইন্ড  hairpull

http://i.imgur.com/Dtmvnl.jpg

এদিকে আমার ভাগিনার এই ট্রেণ থেকে আফসোস শুরু "মাই ট্রেণ"  sad কেমনে দিমু বলেনয যদি ঐটা এমন ডিস্টেন্সে থাকে? -

http://i.imgur.com/1hg3Dl.jpg

আমার ভাইগনার আফসোস কমতে না কমতেই আমার আফসোস লাগা শুরু হইলো ইশ এতো সুন্দর কইরা কেন দেয়াল গুলা নষ্ট করতে পারি না tongue

http://i.imgur.com/pBeJll.jpg

আফসোস কইমা গেলো একটা ইন্ডিয়ান রেস্তোরা দেখে। যাক জমপেশ একটা ডিনার করা যাবে। যদিও পরে জানতে পেরেছিলাম যে রেস্টুরেন্ট খানা আর কারো নয় আমাদের বাংগালীদের yahoo (নামটা দেখুন)

http://i.imgur.com/U5XYwl.jpg

বাইর হয়া ফিরার সময় দেখি হায় হায় এই কোন চিপা গলিতে ঢুকছিলাম :প

http://i.imgur.com/Bodxbl.jpg

যাই হোক এই এলাকাতে আসার উদ্দেশ্য বিশ্বের সবচেয়ে বড়ো গ্লাস মিউজ্যিয়াম দেখা, যদিও সেটা দেখার আগেই আরেকটা ছোটোখাটো আর্ট মিউজিয়্যামের দেখা মিললো ধারে কাছেই:

http://i.imgur.com/EvV6xl.jpg

এটা দেখে দ্বিগুন আগ্রহ এবং উৎসাহ নিয়ে চলেই এলাম গ্লাস মিউজ্যিয়ামে  big_smile কপাল খারাপ কাকে বলে গিয়ে নামতেই দেখা মিললো বৃষ্টির তাই কোনো মতে কয়েকবারের চেষ্টায় বাহির থেকে পুরো মিউজ্যিয়ামটা এন্ট্রান্স সহ আবদ্ধ করার চেষ্টা করলাম।

http://i.imgur.com/17AUol.jpg

http://i.imgur.com/d5Babl.jpg

http://i.imgur.com/zROeal.jpg

আমার মতো কাউচ পটেটো'র জন্য বসার ব্যবস্থা:

http://i.imgur.com/TGCPol.jpg

ঢুকতেই শ্রেভ্রোলে সিলভ্যরাডো পিছনে দেখি ভরা কাচের ফুল

http://i.imgur.com/u9g5Kl.jpg

আরেকটু অগ্রসর হয়াই এমন একটা মেইজ দেখলাম যেটার দিকে তাকাই থাকলেই মনে হয় দিন পার হয়ে যাবে, বল গুলা মুভ করার সময় দারূন সিনকোপেইটেড রিদম তৈরী করে

http://i.imgur.com/li6fvl.jpg

হিপ্নোটাইজ হবার ভয়েই পাশে ঘুরে নজর পড়লো এই কাচের গাছের উপর, তার একটু সামনেই এডমিশন কাউনআর

http://i.imgur.com/xEbSgl.jpg

ব্যস ঢুকে গেলাম এক অন্য রংগের জগতে, স্বাগতম জানালো এই দুই ভদ্রলোক  roll

http://i.imgur.com/wwQcul.jpg

তার সাথেই ঘিরে ধরলো:

http://i.imgur.com/bZVSnl.jpg

আরেকটু এগুতেই রং-বেরং এর রিং ঘুরছে, এটাও কি অভর্থ্যনার অংশ?

http://i.imgur.com/Hixghl.jpg


---------------------------------------- ভিতরের আরো মজার মজার ছবি আর ডেস্ক্রিপশন নিয়ে আবার আসতেছি। স্লো ইন্টারনেট যাদের তাদের অবস্থা আর খারাপ করে লাভ নাই, আমার অবস্থা তো রীতিমত খারাপই sad কালকে সকালে আবার ক্লাস sad


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>