Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

আইফোন নিয়ে জরুরি সাহায্য দরকার ,আইফোনওয়ালারা আওয়াজ দেন

$
0
0

একজনের কাছ থেকে একটা সেকেন্ড হ্যান্ড আইফোন কিনেছি যেদিন কিনেছে সেদিন সবকিছু ঠিক ঠাক তারপর দিন সকালে যখন ফোন টা অফ করে অন করলাম তখন থেকে নিচের ছবি দুইটা একটার পর একটা ক্রমাগত শো করে sad কোন কাজই করা যায়ণা ফোনে ...ভাই কোন উপায় থাকলে বলেন বহুত কষ্টে আছি ,ফোন কিনলেও এখনো টাকা পে করিনাই লোকটা এটা বাইরে আমেরিকা থেকে নিয়ে এসেছে এত কিছু বুঝেনা বলতেছে ফোন অফ হয়ে গেলে এ সমস্যাটা হবে  পিসির সাথে কানেক্ট করে আইডি পাসওর্য়াড দিলে নাকি নাকি ঠিক হয়ে যাবে হাবিজাবি আমি পড়ছি ক্যাচালে sad যারা এই ব্যাপারে দক্ষ তারা একটু সাহায্য করেন  http://i44.tinypic.com/xldkro.jpg
http://i42.tinypic.com/esjei0.jpg


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>