একজনের কাছ থেকে একটা সেকেন্ড হ্যান্ড আইফোন কিনেছি যেদিন কিনেছে সেদিন সবকিছু ঠিক ঠাক তারপর দিন সকালে যখন ফোন টা অফ করে অন করলাম তখন থেকে নিচের ছবি দুইটা একটার পর একটা ক্রমাগত শো করে কোন কাজই করা যায়ণা ফোনে ...ভাই কোন উপায় থাকলে বলেন বহুত কষ্টে আছি ,ফোন কিনলেও এখনো টাকা পে করিনাই লোকটা এটা বাইরে আমেরিকা থেকে নিয়ে এসেছে এত কিছু বুঝেনা বলতেছে ফোন অফ হয়ে গেলে এ সমস্যাটা হবে পিসির সাথে কানেক্ট করে আইডি পাসওর্য়াড দিলে নাকি নাকি ঠিক হয়ে যাবে হাবিজাবি আমি পড়ছি ক্যাচালে
যারা এই ব্যাপারে দক্ষ তারা একটু সাহায্য করেন
↧
আইফোন নিয়ে জরুরি সাহায্য দরকার ,আইফোনওয়ালারা আওয়াজ দেন
↧