সবার মনে আছে নিশ্চয় ছোট বেলায় আমরা ধর্ম বইয়ে পড়েছিলাম ইসলাম প্রতিষ্ঠার আগে আরবের সময়কে বলা হতো অন্ধকার আছন্ন যুগ। কেন? অনেক কারনের সাথে বলা হয় যে এ সময় মেয়ে শিশুদের জ্যান্ত পুতে ফেলা হতো বা মেরে ফেলা হতো।
এখন তো আমরা আলোকিত যুগের সভ্য নাগরিক তাই না। একটু খেয়াল করি এই সভ্য রা কি করছে?
চীনে যেহেতু একটা বাচ্চা নেয়া যায় তাই তারা পেটের বাচ্চা মেয়ে জানলে সোজা গর্ভপাত করে ফেলে। জ্যান্ত পুতে ফেলার চেয়া এটা ভালো তাই না। একটা প্রত্যাশিত শিশু সে শুধু মেয়ে হওয়ার জন্য পৃথিবীর আলো দেখতে পারলো না।
ভাবছেন ওসব দেশ, কি কারে না করে। আজ কলকাতার ডিডি বাংলা একটা বিজ্ঞাপন দেখলাম যেখানে মেয়ে শিশুদের রক্ষার জন্য (গর্ভপাত থেকে) সচেতন করা হচ্ছে।
অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন যাক আমাদের দেশে তো এরকম নেই। হাজার হোক মুসলমান দেশ। আমরা তো বাচ্চা হওয়ার পর মা সহ বাচ্চাকে......
হুম! একেই বলে সভ্যতা। আধুনিক সভ্যতায় এটা তো কোন অপরাধ না।