গুগল বাইক বা জিবাইক
সম্প্রতি গুগল জানিয়েছে, প্রায় ৩৫ ধরনের ডিজাইন থেকে গুগল বাইক নামের বাইসাইকেলের জন্য সবচেয়ে সাদামাটা ডিজাইনটিই বেছে নিয়েছে তারা। খবর ম্যাশএবল।
সূত্র জানিয়েছে, সার্চ জায়ান্ট গুগলের ক্যালিফোর্নিয়ার প্রধান কার্যালয় ক্যাম্পাসে কর্মীরা বিভিন্ন ভবনে যাতায়াতের জন্য যেসব বাইসাইকেল ব্যবহার করেন, সেগুলোকে গুগল বাইক বা জিবাইক বলা হয়। তবে এতোদিন যেসব গুগল বাইক ছিলো, সেগুলোর অধিকাংশই ২০ ইঞ্চি হওয়ায় অপেক্ষাকৃত লম্বা কর্মীরা খুব একটা স্বাচ্ছন্দ্যে চালাতে পারতেন না। এ কারনেই গুগল নতুন বাইক তৈরির জন্য ডিজাইন আহ্বান করে।
অবশেষে গুগল বাইক হিসেবে গুগলের লোগোর রঙগুলোর সঙ্গে মিল রেখেই নতুন এই সাইকেলের ডিজাইন করা হয়।
সুত্রঃ টেক.বিডিনিউজ