১। প্রথমেই সাদা গোলাপের শুভেচ্ছা সবাইকে........
২। পুর্বদিগন্তে ভোরের আলো ফুটে উঠেছে............আহ কি যে ভাল লাগে এই পরিবেশটা.........
৩। তারপর..............ব্রেকফাস্ট প্রস্তুতি............................
৪। আয়েশে এক কাপ কফি..................সাথে সকালে নিউজ পেপারটাও পড়া হয়ে গেল............
৫। অতপর: রান্নার প্রস্তুতি................ এইডা নীলা না মুন আপু না আমি । অবশ্যই আমি সকালে ভাজিটা আগে বসাই................
৬। রান্নার কাজ শেষে বেডরুমে বসে............পুরাতন বই ঘাটা........(এইডা মুন আপু)
৭। বই ঘাটতে ঘাটতে কেন জানি মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি............ যেন কল্পনায় দেখছি দেয়ালে ফুলগুলো এলোমেলো বাতাসে দুলছে............ফুটছে আর হাসছে..........
৮। এই অবস্থা দেইখ্যা দেয়ালে টানানো মোনালিসাও যেন আনন্দ পাচ্ছে...........
৯।..........আবারও কল্পনায় ভেসে বেড়ানো.....উচু পাহাড়ে বসে.............ওর সাথে আড্ডায় মেতে থাকা ( এইডা মাহমুদ না হইয়া পারে না)
১০। ভাললাগার অনুভূতিতে চোখ বন্ধ হয়ে আসে.............
১১। যেন সবকিছুই বাস্তবে অনুভূতিতে ছুঁয়ে গেল............আহ্...............
কৃতজ্ঞতা ................কিছুক্ষন সময় নষ্ট করার জন্য....................
শুকরিয়া মাবুদ শুকরিয়া.............সব কিছুর জন্য লাখো লাখো শুকরিয়া........ হাত পা চোখ অনুভূতি দিয়েছো যা কিছু তোমার সুন্দর আছে তা অন্তর দিয়ে অনুভব করতে পারি ।
ছবিগুলো নেটের বিভিন্ন জায়গা হতে সংগৃহীত ।