পুরা লোল অবস্থায় অবস্থান করতাছি । লাইফটা হেল হয়া জাইতেছে । লোল অবস্থার শুরু পরীক্ষার আগের দিন । কি পরীক্ষা ভুইল্লা গেছি । তয় কাহীনি মনে আছে । পরীক্ষার মাঝে ২ দিন বন্ধ । তাই পরীক্ষার আগের দিন পর্যন্ত মান লাগায়া পড়লাম । ৩ বার সিলেবাস শেষ । এখন শুধু রাতে আর একবার রিভিশন দিব আর সকলে একবার দিয়া এক্সাম দিতে যামু । হায় আল্লাহ ! সিলেবাস নিয়া দেখি আমি ভুল সিলেবাস পড়তাছি । পরীক্ষা আমার প্রথম সাময়িক । আর আমি পরসি ২য় সাময়িক এর সিলেবাস । তারপর সেদিন রাতে পাগলে মত খালী পড়ে গেছি । পরদিন পড়ে বেশ ভালোই পরীক্ষা দিলাম । এ ছিল আমার লোল অবস্থার শুরু ।
এইবার আহি আমার ২য় লোল অবস্থায় । মন খারাপ । একে পরীক্ষা । তার উপর আবার অন্য সেই প্রবলেম । রাতে খেলাম না । সকালের নাস্তাও করলাম না । রাতে খাই নাই মানে ৩-৪ চামচ ভাত খাইসি খালি । আর সকালে তো খাইই নাই । দুপুর বেলাও সেইম কেস । আম্মু জিগাইল কি হইচ্ছে, যেহেতু মন খারাপ সরাসরি বললাম মন খারাপ । আম্মু জিগাইল কি হইসে? আমি কইলাম সবাইর সব জানতে হয় না । সাথে সাথে আম্মু আচ করে বলল । এখন পরীক্ষার মধ্যে এই চিন্তা বাদ দেও । সব পরীক্ষার পর । আমি এই উত্তর আশা করি নাই । ভাবসিলাম থাপ্পর খামু । তয় যেহেতু খাই নাই এইডা আমার ২য় লল অবস্থা ।
এইবার আমার ৩য় লোল অবস্থা । যেহেতু রাতে খাই নাই । সকালেও না । দুপুরেও না । চরম খিদা । কিন্তু খাওয়ার রুচি নাই । আল্লাহর অশেষ রহমতে সন্ধায় আমার ঝামেলা মিটে গেল । আমি বেজায় খুশি । রাতে খেতে বসে চিন্তা করলাম । আজ বাঙ্গালী স্টাইলে ভাত খামু । চামুচ আর নিলাম না । ডাল + ডিম ভাজা + আমের আচার + ভাত + রুই মাছ + আলু সব মিশায়া হাত দিয়া খাওয়া শুরু করলাম । নাকে মুখে লেগে নাস্তা নাবুদ অবস্থা । আম্মা দেখেও হাসতেসে । আমি নিজেও হাসতে হাসতে শেষ । এই হইল লোল অবস্থা ৩ ।
এর মাঝেও আরও ২-১টা লোল অবস্থা হইসে তয় কইবার ইচ্ছা হইতেসে না । এখন পর্যন্ত সর্বশেষ লোল অবস্থ কইতাছি খারান । ৩ দিনের টুর্নামেন্ট খেলতাছি । লোকাল লিগ । জিতে গেলাম । প্রাইজ বন্ড হিসাবে দিল ১৫০০টাকা । আমি ৫০০ নিয়া বাকি টাকা দিয়া দিলাম টিমের বাকি ৯ সদস্যকে । মোবাইলে পুরা টাকাই ফ্লেক্সি করতে দিলাম । দিয়া আশার পর দেখি আমার মোবাইল নাম্বার ভুল । বেকুবের মত বশে আছি । আমার ৫০০ টাকা । এই টাকা দিয়া আমি ১৫ দিন কথা কইতে পারতাম । যাউজ্ঞা । দোকানে দৌর মারলাম । গিয়া দেখি টাকা এখনও পাঠায় নাই । কলিজায় পানি ফিররা পাইছি । তো এইবার আপনেরাই বুঝবার পারতাছেন আমার লোল অবস্থা । যাউজ্ঞা এখানেই আজ শেষ । আবার লোল অবস্থা হইসেই শেয়ার মারুম ।