ফেসবুকে ছেলে/মেয়েদের প্রেম করার আগের ডায়লগঃ
- আমার এইসব কমেন্ট ভালো লাগে না । আমি আর সবার মত না।।
-আমার কাছে আমার ফ্যামিলিই সব, প্রেম পিরিতি কিছুই না…
- সব ছেলে/মেয়ে এক রকম হয়। আমি আর কাউকে বিশ্বাস করিনা। (ছেঁকা খাওয়া প্রেমিক/প্রমিকার জন্য প্রযোজ্য।)
- আসলে আমি অনেক সেন্সেটিভ। যে কা্রো সাথে তাই আমার হবে না। (যাদের আসলে কেউ পছন্দ করেনা। এটা তাদের ডাইলগ )
- আসলে আমার বয়ফ্রেন্ড/গার্লফ্রেন্ড আছে আবার নেই। আমি আসলে এই ধরনের সম্পর্কে খুব বেশি বিশ্বাসী না। তবে অফকোর্স আমার কিছু ভাল বন্ধু আছে।। (এই কথা কইলে বুঝতে হবে এই পোলা/মাইয়ার character এ বিশাল ঘাপলা আছে। ১০০ হাত দূরে থাকুন)
ওই ছেলে/মেয়েরই বয়ফ্রেন্ড/গার্লফ্রেন্ড পাওয়ার পর বানী অনেকটা এমন হয়ে যায়ঃ
- এ যুগে আসলে ইন রিলেশন ষ্ট্যাটাস থাকা জানি কেমন।
-জানিনা কিভাবে হলো, ওকে ছাড়া এখন আর কিছুই ভালো লাগে না।
- ফ্যামিলিকে বুঝতে হবে যেই করেই হোক, I can't leave him/her..... :-|
- ও অন্যদের মতো না, ও আমাকে অনেক ভালোবাসে…
- আমি আসলে এখন অনেক হ্যাপি। আগের জন একটা বাটপার ছিল, অনেক ফেইক আইডি ছিলো।।
দুলাভাইয়ের রঙ্গিন টেলিভিশন
একদিন বিকালে আমি ছবি;পুর বাড়ীর সামনে দিয়া যাচ্ছিলাম।
আমি দূর থেকে দেখতে পেলাম দুলাভাই ড্রামের ভিতর পানিতে কি জানি চুবাচ্ছিলো।
একটু সামনে গিয়ে দুলাভাইকে জিজ্ঞাস করলাম
কি ব্যাপার দুলাভাই, এত বড় ড্রামে কি ধুচ্ছেন ?
দুলাভাইঃ হে হে, আর বলবেন না। নতুন টিভি কিনলাম। দোকানদার বলল, রঙিন টিভি! ভাবলাম, ব্যাটা ঠকিয়ে দিল কি না, তাই পানিতে ডুবিয়ে দেখছিলাম, রং উঠে যায় কি না!