ট্যাটু ব্যাপারটা নতুন যুগের ফ্যাশনের একটা পার্ট হলেও এর ধারণা বলতে গেলে অনেক পুরান। ধারণা করা হয় ৩৩০০ বি.সি থেকে মানুষ বিভিন্ন ভাবে চামড়া কেটে কালার করতো, এবং এক এক কালচারে এক এক ভাবে প্রচলিত ছিলো ব্যাপারটা। যদিও বর্তমানে ব্যাপারটা এত ভয়ংকর নেই এবং শুধু মাত্র একটা ইলেক্ট্রিক মেশিন দিয়েই এই শৈল্পিক অকর্ম সেরে ফেলা যায়।
স্ট্যান্ডার্ড ট্যাটু মেশিন
থমাস এডিসনের বানানো এক ব্যাটারী চালিত মেশিনের ধারণাকে একটু প্রবর্তিত করে ১৮৯১ সালে ট্যাটু মেশিন আবিষ্কার করেন স্যামুয়েল নামক এক ভদ্রলোক। প্রথমে এই ব্যাটারী চালিত মেশিন মূলত ব্যবহার হতো এম্ব্রয়ডারী কাজে বা কোনো কাগজের উপর পেইন্ট করার জন্য, সেটার সাথে কালি জুড়ে দিয়েই ট্যাটু গান বানাতে সক্ষম হন তিনি।
কিভাবে?
এই মেশিনের কাজ আসলেই ভেরী সিম্পল। পায়ের প্যাডাল বা হাত দিয়ে এটা পরিচালনা করা হয়, যার মূলমন্ত্র আমাদের স্কিনের ডার্মিস লেয়ার পর্যন্ত পৌছে কালি লাগিয়ে দেয়া। উল্লেখ্য যে ডার্মিস অথবা ডিপার লেয়ারে যায় বলেই ট্যাটু আমাদের স্কিনের সাথে পারমানেন্ট হয়ে যায়। সূক্ষ সুই দ্বারা এই কাজটি করা হয়, যেই সুই মিনিটে ১০০-১৫০ বারের মত চামড়ায় আগাত করে ভয়ংকর শুনালেও ডাজন্ট হার্ট :প এজন্য কোনো এনেস্থেটিক ড্রাগেরও প্রয়োজন নেই।
সাধারণত দুই ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয় এই মেশিনে। একটি হলো রোটারী প্রযুক্তি আরেকটি হলো ইলেক্ট্রোম্যগনেটিক প্রযুক্তি। তবে কাজের সূক্ষতার বিচারে ইলেক্ট্রোম্যগনেটিক প্রযুক্তিতে বানানো কয়েল ট্যাটু মেশিনের গ্রহণযোগ্যতা সর্বত্র।
রিস্ক
ন্যচরাল কিছুর সাথে বৈরীতা করার জন্য একটু রিস্ক থাকবে এটাই স্বাভাবিক। সাধারণত ট্যাটু এর কারণে এলার্জেটিক রিএকশন, স্কিন স্কারিং, স্কিন ইনফেকশন বা যে কোনো প্রকার ইরিটেশন হওয়ার সম্ভাবনা থাকে। আর ট্যাটু মেশিনের নিডল এর গণ ব্যবহার হতে পারে টিটেনাস, এইচ,আই,ভি অথবা হেপাটাইটিসের কারণ
রিম্যুভাল
সাধারণত যেই স্তরের উপর ট্যাটু করা হয়েছে সেটা কেটে ফেলে দেয়ার মাধ্যমেই এটা মুছে ফেলা সম্ভব, যেটা ট্যাটু করার থেকেও রিস্কি প্রসেস বলা যেতে পারে। তবে রিসেন্টলি আবিষ্কৃত নতুন টেকনোলজির মাধ্যমে ট্যাটু ফেইডিং ক্রিম ইউজ করে একটা নির্দিষ্ট সময় পরে ট্যাটু অপসারণ করা সম্ভব!
এই হইলো এই জিনিসের কাহিনী, তাও মানুষে করায় সখের বসে। আবার অনেকের মেজাজ খারাপ হইলেই দোকানে গিয়া ট্যাটু করায়। অনেকের নেশা পুরা শরীর ট্যাটু দিয়া ভরানো একটু বেশী শৈল্পিক মন কিনা। লোলয! ঐদিন এক ফ্রেন্ডরে লয়া গেছিলাম ট্যাটু করাইতে বেচারার ২ ইনচ সারফেইস এরিয়াতে ট্যাটু করাইতে চার্জ করলো ২৭৫ ডলার। আই ওয়াজ লাইক ' নো থ্যাংক্স '। তবে মজা পাইছি যেই ব্যাটা আকছে তার লগে গল্প কইরা: ভয়ংকর ধৈর্যের কাজ আসলে, মন থেইকা না আসলে কোনো ভাবেই সম্ভব না এমনে একটানা বইসা আউটলাইন করা, শেড দেয়া এরপর আবার কালারিং। মারাত্নক ক্রিয়েইটিভ আর আর্টিস্টিক লাগছে। আই উইশ!!! একখান ফটুক -
এদিকে আমার ফ্রেন্ডতো কানতে কানতে শেষ। পরে অবশ্য ওরে একটা টি-শার্ট ফ্রি দিছে, পিৎজা খাওয়াইছে। আমার মনে হইতেছিলো বেচারার বুঝি মেজ্যর কোনো সার্জারী হইছে মাত্র এদিকে দোকানের মালিক আরেক ফ্রিক ১৯৭৭ থেইকা তার পুরা ওয়ার্ল্ড ওয়াইড ট্যাটু শপ
১ মাস আগে থেইকা এপয়েন্টমেন্ট না নিলে কথা নাই এই টাইপ অবস্থা। আমি কই বাহ হুদাই পড়ালেখা কইরা কি আন্ডা পাড়মু? বয়া বয়া ট্যাটু করাইলেই তো
আর বোনাস বেনিফিট তো আছেই সেটা ট্যাটু স্যাম্পলের বই দেইখা টের পাইছি