বালুচর ব্লগের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ।”প্রাণের ভাষায় মনের কথা” স্লোগান নিয়ে শুরু হল বালুচর ব্লগের পদচারণা ।আপনার স্বাধীন মনের মুক্তচিন্তা গুলো প্রতিফলিত হোক এখানেই ।
বালুচর ব্লগের শুভ উদ্বোধন উপলক্ষ্যে শুভকামনা জানিয়েছেন অনেকেই ।সাংবাদিক আজহারুল ইসলাম নিশান, সাংবাদিক মাসুদুর রহমান সুরুজ, সাংবাদিক হাসানুর রহমান, কবি ও সাহিত্যিক মাহবুর রহমান জাহিদ, আশরাফুল ইসলাম, ডাঃ শরিফুল ইসলামসহ সকলেই বালুচর ব্লগের দীর্ঘায়ু কামনা করেন ।এ সময় তারা বলেন, বাংলা ব্লগিং বর্তমানে বেশ জনপ্রিয় ।ব্লগের মাধ্যমেই তরুণ প্রজন্ম তাদের চিন্তা চেতনার বিকাশ ঘটাতে পারছে ।ব্লগের রয়েছে নানামুখী সুবিধা ও সাফল্য ।তবে অসুবিধা যে কিছু নেই তা নয় ।ব্লগারদের এই অসুবিধাগুলো কাটিয়ে উঠতে হবে ।সর্বপরি মাথায় রাখতে হবে ব্লগিং যেন জাতির ক্ষতির কারণ না হয়ে দাড়ায় ।
মাসিক বালুচরের ব্লগিং প্লাটফর্ম বালুচর ব্লগে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ।বাংলা ব্লগিংয়ের নতুন ধারা উন্মোচিত হোক ।তরুণ প্রজন্মের মনের কথা গুলো প্রাণের ভাষা বাংলায় প্রকাশিত হোক ।সকলকে আরো একবার তাজা গোলাপের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ।
প্রিয় প্রজন্মবাসী । বালুচর ব্লগের জন্য আপনাদের পরামর্শ সহযোগিতা ও অংশগ্রহন কামনা করছি । ধন্যবাদ সবাইকে ।