কিছু মজার ছবি সংগ্রহ করে রেখেছিলাম বেশ কিছুদিন আগে আজ আর ঠিক মনে নেই কোন ওয়েবসাইট হতে সংগ্রহ করেছিলাম। ছবিগুলা ফ্লাশ প্লেযারে ছিল, ডাউনলোড অপশন না পেয়ে স্ক্রীণশটের মাধ্যমে সংগ্রহ করেছিলাম। আজ পিসির হাড্ডি ঝাড়মুছ করার সময় ফোল্ডারটায় নজর পরলো, ভাবলাম আপনাদের ভাল লাগতে পারে তাই শেয়ার করলাম।
০১।
০২।
০৩।
০৪।
০৫।
০৬।
০৭।
০৮।
০৯।
১০।
১১।
১২।
১৩।
১৪।
১৫।
১৬।
১৭।
ভাল লাগা না লাগা মানুষের রুচির উপর পরিবর্তিত হয়, আমার ভাল লেগেছে বলে আপনার ভাল লাগতেই হবে এমন কো্ন কথা নেই।
ভাল লাগুক খারাপ লাগুক কমেন্ট করুন। হউক সেটা নেগেটিভ, মনে রাখবেন আপনার একটা কমেন্ট পোষ্টদাতাকে প্রচন্ড রকমের উৎসাহিত করবে। হউক না সেটা নেতিবাচক, আপনার নেতিবাচক কমেন্টে পোষ্টদাতা পরের পোষ্টটি করতে আরো মননশীলতার পরিচয় দেবে।
আর ইতিবাচক কমেন্ট হলেতো কথাই নেই। তাই কমেন্ট করুন ফোরামটাকে চাঙ্গা করে তুলুন।
এতক্ষন আমার অপ্রয়োজনীয় বকবকানীর জন্য ক্ষমা করবেন।