সুপ্রিয় ফোরামিকগণ আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহে ওয়া বরাকাতুহু... আজ ১৯শে মার্চ রোজ সোমবার মহা গ্রন্থ আল কোরআন (বঙ্গানুবাদ) সিরিজটি শেষ হলো।
সেই সাথে পুরণ হলো আমার ১০,০০০ তম পোষ্ট। আমি এ সিরিজটি আরম্ভ করেছিলাম গত ০৩/০৩/২০১০ এ। দুই বছরেরও অধিক সময় লেগেছে আমার সিরিজটি শেষ করতে। অনেক সময় উৎসাহ হারিয়ে ফেলেছি..............আবার যখন আপনাদের কমেন্ট পেয়েছি উৎসাহ ফিরে পেয়েছি। আশাকরি আগামী দিনগুলোতেও আপনারা আমার ইসলামিক টপিকগুলোতে কমেন্ট করে উৎসাহ দিবেন।
আল্লাহ রহমানুর রহিমের অশেষ কুপায় আজ মহা গ্রন্থ আল কোরআনের বঙ্গানুবাদ সিরিজ শেষ হলো। লাখো কোটি শোকরিয়া আল্লাহর, তিনি আমাকে এ সিরিজ শেষ করার তোফিক দান করেছেন।
কোরআন পাঠের ফজিলত
১। হযরত ওসমান (রাঃ) থেকে বর্ণিত রাসুলুল্লাহ (সঃ) ইরশাদ করেছেন,তোমাদের মধ্যে সে ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিক্ষা করেছে এবং অন্যকে শিক্ষা দিয়েছে। (বুখারী)
২। হযরত আয়েশা (রাঃ) থেকে বর্ণিত রাসুলুল্লাহ (সঃ) ইরশাদ করেন, কোরআনে পারদর্শী ব্যক্তি উচ্চ মর্যাদাসম্পন্ন ফেরেশতাগণের সমমর্যাদাভূক্ত। আর যে কষ্ট করে থেমে থেমে কোরআন পাঠ করে তার জন্য দ্বিগুন সওয়াব। ( বুখারী ও মুসলিম)
৩। হযরত ওমর ইবনে খাত্তাব (রাঃ) থেকে বর্ণিত রাসুলুল্লাহ (সঃ) ইরশাদ করেন,নিশ্চয় আল্লাহ তা’আলা এ কোরআনের কারনে এক দলকে উচ্চ মর্যাদায় সমাসীন করবেন আর অন্য দলকে অধঃপতিত করবেন। অর্থ্যাৎ এক দল কোরআনকে নিজেদের জীবন বিধান হিসেবে মেনে নেয়ার কারনে উচ্চ মর্যাদার অধিকারী হবে। আর অন্য দল কোরআনকে জীবন বিধান হিসেবে না মানার কারনে হবে লান্ছিত ও অধঃপতিত।(মুসলিম)
৪। হযরত আবু উমামা (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন, রাসুলুল্লাহ (সঃ) কে বলতে শুনেছি “তোমরা বেশী বেশী করে কোরআন পাঠ কর,কেননা কাল ক্বিয়ামতের দিন কোরআন তার পাঠকের জন্য সুপারিশ করবে”। (মুসলিম)
৫। হযরত মা’আয জুহানী (রাঃ) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সঃ) ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোরআন পাঠ করেছে এবং তদনুযায়ী আ’মল করেছে, ক্বিয়ামতের দিন তার পিতাকে এমন এক টুপি বা মুকুট পরিধান করানো হবে য্র আলো সুর্যের আলোর চেয়ে অধিক উত্তম হবে,যদি তা তোমাদের ঘরে হতো। এখন যে ব্যক্তি এ কোনআন মোতাবেক আ’মল করেছে তার সম্পর্কে তোমাদের কি ধারনা ?। (মুয়াত্তা,আহমদ ও আবু দাউদ)
৬। হযরত আলী (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন, তিনি বলেন, রাসুলুল্লাহ (সঃ) ইরশাদ করেছেন যে ব্যক্তি কোআন পাঠ করেছে,অতঃপর তা ভালভাবে রক্ষনাবেক্ষন করেছে ,তারপর কোরআন নির্দেশিত হালালকে হালাল এবং হারামকে হারাম জেনেছে তাকে আল্লাহ সোবাহানু তা’আলা বেহেশতে প্রবেশ করাবেন । আর তার বংশের এমন দশজন লোক –যাদের জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে গিয়েছিল ,তাদের জন্য সুপারিশ কবুল করা হবে। ( আহমদ.তিৱমিযী, ইবনু মাজাহ ও দারেমী)
৭। হযরত ইবনু মাসউদ (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন, তিনি বলেন, রাসুলুল্লাহ (সঃ) ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহর কিতাব ( কোরআন) থেকে একটি হরফ পাঠ করেছে তার আ’মল নামায় ১০টি নেকী লিখা হবে।
প্রতিটা নর-নারীর অর্থ সহ কোরআন শিক্ষা করা ও সে মতে জীবন জীবিকা সবোর্পরি ইহকালের প্রতিটি বিষয় পরিচালনা করা অত্যন্ত আবশ্যক।
আল্লাহ সুবহানুতা’আলা আমাদের সবাইকে কোরআন অর্থসহ বুঝে পাঠ করার তৌফিক দান করুন আর সে মতে জীবন গড়ার তোফিক দান করুন। আমিন
আমার এ টপিক হতে আপনারা কেউ যদি বিন্দু মাত্র উপকৃত হন । তাহলেই আমার পরিশ্রম স্বার্থক হবে বলে আমি মনে করি।
সুরা নং ০১ ফাতিহা (বঙ্গানুবাদ)
সুরা নং ০২ বাকারা (বঙ্গানুবাদ)
সুরা নং ০৩ আল ইমরান (বঙ্গানুবাদ)
সুরা নং ০৪ আন-নিসা (বঙ্গানুবাদ)
সুরা নং ০৫ আল-মায়েদা (বঙ্গানুবাদ)
সূরা: নং ০৬ আল-আনআম (বঙ্গানুবাদ)
সুরা: নং ০৭ আল আ’রাফ (বঙ্গানুবাদ)
সূরা নং ০৮ আল-আনফাল ( বঙ্গানুবাদ )
সূরা: নং ০৯ আত তাওবাহ (বঙ্গানুবাদ)
সূরা: নং ১০ ইউনুস (বঙ্গানুবাদ)
সূরা: নং ১২ ইউসূফ (বঙ্গানুবাদ)
সূরা : নং ১৪ ইব্রাহীম (বঙ্গানুবাদ)
সূরা : নং ১৬ নাহল (বঙ্গানুবাদ)
সূরা নং ১৭ বনী ইসরাঈল (বঙ্গানুবাদ)
সূরা: নং ১৯ মারইয়াম (বঙ্গানুবাদ)
সূরা নং ২০ ত্বোয়া-হা (বঙ্গানুবাদ)
সূরা নং ২১ আম্বিয়া (বঙ্গানুবাদ)
সূরা নং ২২ হাজ্জ্ব (বঙ্গানুবাদ)
সূরা নং ২৩ আল মু’মিনূন (বঙ্গানুবাদ)
সূরা নং ২৫ সূরা আল-ফুরকান (বঙ্গানুবাদ)
সূরা নং ২৬ সূরা আশ-শো’আরা (বঙ্গানুবাদ)
সূরা নং ২৭ সূরা নমল (বঙ্গানুবাদ)
সূরা নং ২৮ সূরা আল কাসাস (বঙ্গানুবাদ)
সূরা নং ২৯ সূরা আল আনকাবুত (বঙ্গানুবাদ)
সূরা নং ৩০ সূরা আর-রূম (বঙ্গানুবাদ)
সূরা নং ৩১ সূরা লোকমান (বঙ্গানুবাদ)
সূরা নং ৩২ সূরা সেজদাহ (বঙ্গানুবাদ)
সূরা নং ৩৩ সূরা আল আহযাব (বঙ্গানুবাদ)
সূরা নং ৩৪ সূরা সাবা (বঙ্গানুবাদ)
সূরা নং ৩৫ সূরা ফাতির (বঙ্গানুবাদ)
সূরা নং ৩৬ সূরা ইয়াসীন (বঙ্গানুবাদ)
সূরা নং ৩৭ সূরা আস-সাফফাত (বঙ্গানুবাদ)
সূরা নং ৩৮ সূরা ছোয়াদ (বঙ্গানুবাদ)
সূরা নং ৩৯ সূরা আল-যুমার (বঙ্গানুবাদ)
সূরা নং ৪০ সূরা আল-মু’মিন (বঙ্গানুবাদ)
সূরা নং ৪১ সূরা হা-মীম সেজদাহ (বঙ্গানুবাদ)
সূরা নং ৪২ সূরা আশ-শুরা (বঙ্গানুবাদ)
সূরা নং ৪৩ সূরা যুখরুফ (বঙ্গানুবাদ)
সূরা নং ৪৪ সূরা আদ দোখান (বঙ্গানুবাদ)
সূরা নং ৪৫ সূরা আল জাসিয়া (বঙ্গানুবাদ)
সূরা নং ৪৬ সূরা আল আহক্বাফ (বঙ্গানুবাদ)
সূরা নং ৪৭ সূরা মুহাম্মদ (বঙ্গানুবাদ)
সূরা নং ৪৮ সূরা আল ফাতহ (বঙ্গানুবাদ)
সূরা নং ৪৯ সূরা আল হুজরাত (বঙ্গানুবাদ)
সূরা নং ৫০ সূরা ক্বাফ (বঙ্গানুবাদ)
সূরা নং ৫১ সূরা আয-যারিয়াত (বঙ্গানুবাদ)
সূরা নং ৫২ আত্ব তূর (বঙ্গানুবাদ)
সূরা নং ৫৩ আন-নাজম (বঙ্গানুবাদ)
সূরা নং ৫৪ আল ক্বামার (বঙ্গানুবাদ)
সূরা নং ৫৫ আর রহমান (বঙ্গানুবাদ)
সূরা নং ৫৬ আল ওয়াক্বিয়া (বঙ্গানুবাদ)
সূরা নং ৫৭ আল হাদীদ (বঙ্গানুবাদ)
সূরা নং ৫৮ আল মুজাদালাহ (বঙ্গানুবাদ)
সূরা নং ৫৯ আল হাশর (বঙ্গানুবাদ)
সূরা নং ৬০ আল মুমতাহিনা (বঙ্গানুবাদ)
সূরা নং ৬২ আল জুমুআহ (বঙ্গানুবাদ)
সূরা নং ৬৩ মুনাফিকুন (বঙ্গানুবাদ)
সূরা নং ৬৪ আত-তাগাবুন (বঙ্গানুবাদ)
সূরা নং ৬৫ আত্ব-ত্বালাক্ব (বঙ্গানুবাদ)
সুরা নং ৬৬ আত-তাহরীম (বঙ্গানুবাদ)
সুরা নং ৬৭ আল মুলক (বঙ্গানুবাদ)
সুরা নং ৬৮ আল কলম (বঙ্গানুবাদ)
সুরা নং ৬৯ আল হাক্বক্বাহ (বঙ্গানুবাদ)
সুরা নং ৭০ আল মা’আরিজ (বঙ্গানুবাদ)
সুরা নং ৭১ সূরা নূহ (বঙ্গানুবাদ)
সুরা নং ৭২ আল জিন (বঙ্গানুবাদ)
সুরা নং ৭৩ মুযযামমিল (বঙ্গানুবাদ)
সুরা নং ৭৪ আল মুদ্দাসসির (বঙ্গানুবাদ)
সুরা নং ৭৫ আল ক্বেয়ামাহ (বঙ্গানুবাদ)
সুরা নং ৭৬ আদ-দাহর (বঙ্গানুবাদ)
সুরা নং ৭৭ আল মুরসালাত (বঙ্গানুবাদ)
সুরা নং ৭৮ আন-নাবা (বঙ্গানুবাদ)
সুরা নং ৭৯ আন-নযিআ’ত (বঙ্গানুবাদ)
সুরা নং ৮১ আত-তাকভীর (বঙ্গানুবাদ)
সুরা নং ৮২ আল ইনফিতার (বঙ্গানুবাদ)
সুরা নং ৮৩ আত-মুতাফীফ (বঙ্গানুবাদ)
সুরা নং ৮৪ আল ইনশিক্বাক্ব (বঙ্গানুবাদ)
সুরা নং ৮৫ আল বুরূজ (বঙ্গানুবাদ)
সুরা নং ৮৬ আত্ব-তারিক্ব (বঙ্গানুবাদ)
সুরা নং ৮৭ আল আ’লা (বঙ্গানুবাদ)
সুরা নং ৮৮ আল গাশিয়াহ (বঙ্গানুবাদ)
সুরা নং ৮৯ আল ফজর (বঙ্গানুবাদ)
সুরা নং ৯০ আল বালাদ (বঙ্গানুবাদ)
সুরা নং ৯১ আশ-শামস (বঙ্গানুবাদ)
সুরা নং ৯২ আল লায়ল (বঙ্গানুবাদ)
সুরা নং ৯৩ আদ্ব-দ্বোহা (বঙ্গানুবাদ)
সুরা নং ৯৪ আল ইনশিরাহ (বঙ্গানুবাদ)
সুরা নং ৯৮ বাইয়্যিনাহ (বঙ্গানুবাদ)
সুরা নং ৯৯ যিলযাল (বঙ্গানুবাদ)
সুরা নং ১০০ আদিয়াত (বঙ্গানুবাদ)
সুরা নং ১০১ কারেয়া (বঙ্গানুবাদ)
সুরা নং ১০২ তাকাসূর (বঙ্গানুবাদ)
সুরা নং ১০৪ হুমাযাহ (বঙ্গানুবাদ)
সুরা নং ১০৬ কোরাইশ (বঙ্গানুবাদ)
সুরা নং ১০৮ কাওসার (বঙ্গানুবাদ)
সুরা নং ১০৯ কাফিরুন (বঙ্গানুবাদ)
সুরা নং ১১১ লাহাব (বঙ্গানুবাদ)
সুরা নং ১১২ এখলাছ (বঙ্গানুবাদ)
সুরা নং ১১৩ ফালাক্ব (বঙ্গানুবাদ)
টপিকটি ষ্টিকি করার আবেদন রইল।