Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all 15150 articles
Browse latest View live

প্রীতি!

$
0
0

মনে পড়ে যায়
তোমার সেই স্মৃতি গুলো,
স্বর্ণালী সেই দিন গুলো,
সোনালী ধান ক্ষেতের সেই আল গুলো
লজ্জা মিশ্রিত অভিমানে জড়িয়ে ছিল।
গোধুলী সাঁঝের বেলা মোহনীয় তোমার সেই রুপ।
চৈত্রের খরা তাপে রক্তিম আভায় রাঙ্গানো গাল।
সেই সময়ের সেই স্মৃতি গুলো,
কাক ডাকা ভোরের সেই কথা গুলো
আজও মনে পড়ে যায়
প্রীতি তুমি শুধুই স্মৃতি।।


ভূত আলাপন-২

$
0
0

ভূত আলাপন-১
ভূত, ভুতুম ভূত
ওরা দেখতে কি অদ্ভূত !
ধড়ে মাথা থাকবেনা,
ধরলে আস্ত রাখবেনা
জান যদি এটুকু ,তবে কর ভ্রুকুটু চলো সবে আজ
করি একটা কাজ
ভূতের খবর লই
গপ-সপ করি, আর পরিচিত হই....

মেছো ভূত, গেছোভূত, আছে চোরাচুন্নি
পেঁচাপেঁচী, মামদোভূত, ভয়ংকর শাঁকচুন্নি ।
সাদা কাপড় পরিহিত,
অপঘাতে মৃত
রূপবতী কন্যা,
চোখে আগুনের বন্যা ।
দেখতে যদি পাও
আলতো হেসে, মুখ ফিরিয়ে নাও । ভেবনা সে রূপবতী, শিলা কিবা মুন্নি
রূপের আড়ালে তার, হাসে শাঁকচুন্নি ।
পড় যদি ধরা
নির্ঘাত হবে মরা
জলাভূমিতে করে বাস,
চরে যেথা প্রচুর হাস ।

চল জানি আরেকটা, কথা অদ্ভূত
বনে-জঙ্গলেতে নাকি, থাকে পেঁচাপেঁচী ভূত
ছেলে আর মেয়ে, মাথা  দুই জোড়াটি,
করে শুধু ঘেউ, ঘেউ-ঘেউটি....  থাকে বনে জঙ্গলে,
গোষ্ঠী নাকি মঙ্গলে ।
বাঁচতে যদি চাও,
মন্ত্র পড়ে নাও
ভেবনা সে বোকারাম
করতে পারে সব আকাম ।


আজ তবে শেষ
বাকি আছে বেশ...
নানান প্রকারের, প্রকান্ড আকারের
গোষ্ঠী যে ভূতের !
ভুলবোনা তোদেরও, বুঝলিরে ভূত
লেখব আমি সবই, হস যদি মায়ের পুত ।

পৃথিবীটা যদি হতো ১০০ পিক্সেল চওড়া....

$
0
0

ক্লিক  thumbs_up

বি:দ্র: এ্যানিমেশনে উল্লেখিত দূরত্ব, আলোর গতিবেগ সংক্রান্ত তথ্য/হিসাবগুলো সাইন্টিফিকালী পুরোপুরি নিখুঁত না, তবে সৌরজগৎের বিশালত্ব সম্পর্কে একটা ধারণা পাওয়া যাবে।
বি:দ্র: ২: ব্রাউজার ফুলস্কৃণে (F11) নিলে চমৎকার হয়!

আজ আমাদের ইলিয়াস ভাইজানের ছেলে তানজিলের জন্মদিন............

$
0
0

আজ তানজিলের জন্মদিন
তানজিল আমাদের একজন প্রিয় ফোরামিকও বটে.

তার পরীক্ষা চলছে........... তার জন্য অনেক দোয়া রইল ও
আদর এবং জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা.........

http://prothom-aloblog.com/img/uploads/71050940d1e881de2879b73ec08a462e.jpg

কিছু HDR.

$
0
0

যারা এর সাথে পরিচিত নন তাদের জন্য বলছি
HDR  বা High Dynamic range imaging কিছুটা আধুনিক একটা ইমেজিং টেকনিক, যেখানে একটা নির্দিষ্ট ফ্রেইমের আলোকিত এবং আঁধারে ঘেরা সবজায়গার ডিটেইলই ধারন করা যায়। একটা সাধারন ছবিতে যতটুকু রেঞ্জের কালার, এক্সপোজার, বা ইন্টেন্সিটি ধারন করা যায়, HDR টেকনিকে তা বহুগুন বাড়িয়ে নেয়া যায়। সাধারনত ৩ থেকে ৫টা আলাদা এক্সপোজার এ একই ফ্রেমের ছবি তুলে পরে সেগুলোকে মার্জ করা হয়। আজকাল অনেক ডিজিটাল ক্যামেরা এবং স্মার্টফোনেও এই অপশন আছে, তবে পৃথিবীর আরো অনেক কিছুর মতোই অটোমেটিক এর চেয়ে নিজ হাতে ম্যানুয়ালী করা HDR ই নজর কাড়বে বেশি। আমি এই প্রসেসিং এর বিশেষ একজন ভক্ত, এবং প্রায়ই চেষ্টা করি ভাল HDR করবার, কতটুকু হয় তা জানিনা অবশ্য। smile


১। কোন এক মেঘলা ভোরে  -
http://farm9.staticflickr.com/8123/8607444989_a0c35afd0b_z.jpg
Psychedelic Dawn by Hermit., on Flickr

২। এক গ্রামে হেলথ ক্যাম্পে গিয়ে তোলা

http://farm9.staticflickr.com/8404/8608642675_d52bfbd1a0_z.jpg
Another version. by Hermit., on Flickr

৩। আয়রন মেইডেন এর Brave new World এলবামের কভারের কথা মাথায় আসছিলো বারবার, তুলবার সময়

http://farm9.staticflickr.com/8542/8616200562_d9526d6751_z.jpg
In a brave new world. by Hermit., on Flickr


৪। সিলেটের মেঘ আর ব্যালকনি ভিউ

http://farm9.staticflickr.com/8396/8642588098_7e33dc7633_z.jpg
Apocalypto 2. by Hermit., on Flickr

৫। নিজের ক্যাম্পাস, বড়ই প্রিয়
http://farm9.staticflickr.com/8400/8643908429_526648a6de_z.jpg
Hogwarts - Our version by Hermit., on Flickr

৬। কলেজ ক্রেস্ট

http://farm9.staticflickr.com/8124/8647153859_e984d57ea4_z.jpg
The crest. by Hermit., on Flickr

৭। মেঘলা আকাশ আর গনগনে সুর্য, দুইই ছিল সেদিন আকাশে

http://farm9.staticflickr.com/8385/8652141898_028f551609_z.jpg
মধ্যদুপুর by Hermit., on Flickr

দেখবার জন্য ধন্যবাদ।  smile

মন কেনো এমন .........

$
0
0

মন কেনো এমন .........
........... কাজী ফাতেমা ছবি
—————————-----
জেনেও মন কেনো হয় নষ্ট
অযাচিত দু:খগুলো উড়ে উড়ে এসে
জীবনে বাড়ায় শুধু কষ্ট।

যার যা নিয়ে ভাল থাকতে মন চায়
সে থাকুক না তার মত করে,
সে যেটাতে সুখ পায় ।

আমার ভাল লাগাটুকু হয়তো
মন ছোঁতে পারেনি তোমার, তার
জানি অনুভূতিগুলো তাদের জন্য নয়তো।

সবই জানে এ মন
বুঝেও কেনো মনের আকাশে মেঘ জমে
নিকষ কালো হয় সুন্দর ক্ষণ।

আমি হাসতে ভালবাসি
সব কিছুতেই আনন্দ খুঁজে নেই
আর তাদের মুখে থাকে কদাচিৎ হাসি।

মন এই খবরও রাখে
সহজেই তাদের মনে আনা যায় না উচ্ছাস
তারপরও মন কেনো নিরবে তাদের ডাকে।

আমার ভাললাগা ভালবাসা কিসে
আমাকেই খুঁজে নিতে হয়, নেই
জেনেও সব, মন ভরে কেনো বিষে।

সবাই বলে কিসের এতো দু:খ-টু:খ
আর কেনোই বা এতো মন খারাপ
কেনো জীবনকে করে রাখ রু:ক্ষ-সু:ক্ষ।

কেনো কেঊ বুঝে না, মানুষ তো আমি
পাথরও তো নই, মনও বুঝি একটা আছে
তাই আমার দু:খগুলোও আমার কাছে দামী।

সবাই দু:খ পায়, সব মানুষই দু:খ পায়
আমিও তার ব্যতিক্রম নই
মন জানে, আমার দু:খ দিয়ে কার কি আসে যায়?

ধরো তার, তাদের আমি অসংখ্যবার খবর নিলাম,
ভালো থাকা মন্দ থাকা নিয়ে ভাবলাম
আশা তো থাকবেই যে,
একটিবার হলেও বলুক তারা, ভাল আছি কি বা ছিলাম।

জানি আমি, জানে আমার অন্তর
সবার জীবনে সব কিছু হয় বা পায় না
তবুও কেনো জীবনে শুধুই ধূঁ ধূঁ প্রান্তর।

কেনো কেউ বুঝ না, আমারও মন আছে
ভালবাসা, সহানূভুতি, মমতা পাওয়ার অধিকার আমারও আছে
কেউ অপেক্ষা করুক, কেউ বলুক আমি আছি পাশে তোমার,
আমারও তো এসবই মন যাচে।

মন কেনো এমন হবে
কেনো বৈশাখী ঝড়ে উড়ায়ে দিতে পারি না সব অযাচিত পাওয়া

যা হবে না, যা পাবে না, তবু কেনো মন প্রতিক্ষায় রবে?

===================================

এ্যানিমেশন নেট সংগৃহীত...........

https://lh5.googleusercontent.com/-42k0c4WZdHo/UW5DuZPJylI/AAAAAAAAQHo/lu8BclgJHbA/w497-h373/Cryes.gif

অনলাইনে ডলার কিনতে গিয়ে প্রতারিত হলাম

$
0
0

আমার আরজেন্ট কিছু ডলার প্রয়োজন ছিল তাই তারাহুরা করে facebook এর এক গ্রুপের এডমিন হতে 60 $ এর জন্য বিকাশ এ 4500 টাকা পাঠালাম কিন্তু সে টাকা নিল আর ডলার দিল না । আমি তার বিরুদ্ধে একশান এ জেতে চাই । আমার কাছে প্রমাণ সরূপ তার বিকাশ নাম্বার সহ আরো দুটি মোবাইল নম্বর আছে। কেমন করলে ঐ প্রতারক কে শাস্তি দেওয়া যাই?

বাংলালায়ন মডেম বিক্রি হবে।

$
0
0

এই মডেলের একটি বাংলালায়ন মডেম বিক্রি হবে।

http://static.clickbd.com/global/classified/item_img/932122_0_original.jpg


http://www.kroybikroy.com/images/products_photo/948.jpg

মডেম টাইপ- পোষ্টপেইড। (কাস্টমার কেয়ার সেন্টার থেকে যে কোন প্যাকেজে/ প্রি-পেইড এ রুপান্তর করা যাবে)
মূল্য: 1400-1500 টাকা। (ফিক্সড প্রাইজ নহে)
অ.ট. কয়েকমাস কানেকশ অফ থাকায় বিশেষ সুযোগ থাকছে। (কানেকশন রিএকটিভ এ 2nd @ 3rd মাস 20-30% কমে ডাটা পাবেন)
আগ্রহীগন গোবা দিন, অথবা মেইল করুন- simaanto.eagle@gmail.com


:: কেনাকাটা ::

$
0
0

প্রতিনিয়ত আমরা সবাই কিছু না কিছু কিনছি। যে যা-ই কিনি সবাই যদি শেয়ার করি
তাহলে হয়ত অনেকেরই উপকার হবে।
নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে কাপড় চোপড়, ইলেকট্রনিক সামগ্রী সবকিছু, কে কোন জায়গা থেকে কত দামে কিনছি তা জানালে একটা জিনিস কই পাওয়া যেতে পারে, কি ধরনের দাম পড়তে পারে সেটা জানা অনেকটা সহজ হয়ে যাবে।
কোন জেলায় কি জিনিস পাওয়া যায় সে সম্পর্কেও সবাই একটা ধারণা পেতে পারেন।
এছাড়া দেশের বাইরে থেকে কেউ কিছু শেয়ার করলেও হয়ত কারও কারও উপকারে আসতে পারে। কিংবা কাপড়-চোপড় এর বেলা কোন দেশে কি ধরনের ট্রেন্ড চলছে তাও জানা যাবে।
কারও কেনা জিনিসে যে কেউ মন্তব্য করতে পারবেন। জিনিসটা আগে কেউ কিনে থাকলে কোয়ালিটি কেমন তাও শেয়ার করতে পারেন।
তো আসুন শুরু করা যাক।
আমি আমারটা দিয়ে শুরু করলাম।


https://lh3.googleusercontent.com/-zfboNVFjvnU/UW6zN6YqxaI/AAAAAAAAATU/PfHu-ZIfyCU/s995/IMG_3665.jpg

দাম: £7
দোকানের নাম: BHS(http://www.bhs.co.uk/webapp/wcs/stores/ … ogId=34096)



https://lh4.googleusercontent.com/-ZPJnfJF9GmY/UW6yzDhMDxI/AAAAAAAAASs/xGqe9L4aOy0/s898/IMG_3663.jpg

দাম: £12
দোকানের নাম: BHS(http://www.bhs.co.uk/webapp/wcs/stores/ … ogId=34096)


আমার পোস্টে অবশ্য ট্রেন্ড ঠিক বুঝা যাবেনা। আমার বর এইসব এত বুঝেনা। সে তাঁর নিজের কাপড় সারাজীবনে কতবার কিনেছে তা মনে হয় হাতে গোনা যাবে।
এখন আমিই কিনি ওর কাপড় চোপড়। আমার যা ইচ্ছা তাই কিনি।
উইন্টার Sale এর সময় এই দুটো কিনেছিলাম। বেশ কম দামে পেয়েছিলাম আর সোয়েটার সবসময়ই পরা হয় দেখে কেনা।
Sale এ সময়মত গেলে ভালো জিনিসই পাওয়া যায়। কিন্তু আমি সবসময়ই লেট। এ দুটো তখনও ছিল মনেহয় সাইজের জন্য।

দ্বিধা !

$
0
0

জীবন পথের বাঁকে বাঁকে
          কতই যে পর আপন হয় !
কতই আপন চির চেনা
            এক নিমেষেই অচিন রয় !

মানুষ চেনা বড়ই কঠিন
          মানুষ চেনা সহজ কাজ !
মানুষ নম্র ভদ্র প্রাণী
          মানুষ পশু, দাগাবাজ !

এই আমি তো এই আমি নই
           এই আমি ভাই এই আমি !
আমি খুবই শান্ত শিষ্ট,
              হিংস্র ! করি পাগলামি !
         
আমি রিপুর বশীভূত
             রিপু আমার বশে রয় !
আমি সদা সত্যবাদী
            মিথ্যা আমার শিরায় বয় !

ভালোবাসা আমার নেশা
                  ঘৃণা আমার সর্ব-সার !
পুণ্য পথ-যাত্রী আমি
                পাপ যে আমার অহংকার !

অন্ধকারে শত্রু সাজি
                 দিবালোকে বন্ধু হই !
কারো সুখে ঈর্ষা বাড়ে
                   কারো দুখে উদাস রই !

চিনবে আমায় ? অত সোজা ?
                   তারচে' খোঁজো এলিয়েন !
সৃষ্টি সেরা জীব আমি তাই,
                এইতো নায়ক, এই ভিলেন !!

ট্রাবল দুইটা, শুট করেন আপনারা

$
0
0

সমস্যা ১ : পিসিতে এমএস কনফিগ (msconfig) না আসার কারণ কি confused
রানে এমএস কনফিগ (msconfig) লিখে সার্চ দিলে নিচের ওয়ার্নিং মেসেজ দেখায়
windows cannot find 'msconfig'. Make sure u typed da name correctly, and then try again. To search for a file, click the start button, and then click Search.

সমস্যা ২ : কিবোর্ডের A বাটন চাপলে এই চিহ্গুলি আসছে A€,   ০১২৮€ৃ
Z বাটন চাপলে পুরো লেখা সিলেক্ট হয়ে যাচ্ছে, যা এই পোষ্ট লিখতে গিয়ে কয়েকবার আবিষ্কার করলাম।

দুইটি সমস্যায় অনেকদিন যাবৎ যাতনা সহ্য করিয়া অতঃপর আজ ফোরামে পোষ্ট করিলাম।কোনো সহৃ০১২৮€দয়(এখানে সহৃদয় হইবে,A বাটনের ক্রিয়ার ফল) ব্যক্তি উপরিউক্ত সমস্যার সমাধান জানাইলে, তাঁহাকে অসংখ্য ধন্যবাদ জানাইতে বাধ্য থাকিবো।

‘গ্যাংনাম স্টাইল’ এর পর এবার রেকর্ড ভাংলো ‘জেন্টলম্যান’!

$
0
0

ইউটিউবে ‘গ্যাংনাম স্টাইল’ খ্যাত দক্ষিণ কোরিয়ার সংগীতশিল্পী সাই আবারও বিশ্ব রেকর্ড গড়লেন। এবার তার নতুন মিউজিক ভিডিও ‘জেন্টলম্যান’ আপলোডের ৩ দিনের মধ্যেই ১০ কোটি মানুষ ভিডিওটি দেখেছে! মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই দুই কোটি বার দেখা হয়ে গেছে। এর মাধ্যমে ইউটিউবে আপলোডের প্রথম ২৪ ঘণ্টার মধ্যে সবচেয়ে বেশি বার দেখা ভিডিওর রেকর্ড দখলে নিয়েছে ‘জেন্টলম্যান’।

এত দিন জাস্টিন বিবারের ‘বয়ফ্রেন্ড’-এর দখলে ছিল রেকর্ডটি। গত বছরের মে মাসে ইউটিউবে প্রচারের প্রথম ২৪ ঘণ্টার মধ্যে ৮০ লাখ বার দেখা হয়েছিল ভিডিওটি। জানা গেছে, জেন্টলম্যান শনিবার ইউটিউবে আপলোড করা হয়। সোমবারের মধ্যেই চার কোটি ৪৫ লাখ বার দেখা হয়েছে ভিডিওটি। আর আজ ১৭ এপ্রিল বুধবার ভোর রাতে লেখাটি তৈরি করার সময় পর্যন্ত ভিডিওটি সর্বমোট ১০,১৩,৫৫,৮৩৭ বার প্রদর্শিত হয়েছে!

গত বছর ‘গ্যাংনাম স্টাইল’ ভিডিওটি ইউটিউবে ছাড়ার পর থেকেই সাইয়ের তারকাখ্যাতি বাড়তে থাকে। ‘গ্যাংনাম স্টাইল’ প্রধানত সিউলের গ্যাংনাম জেলার অধিবাসীদের উচ্চবিলাসী জীবনধারার একটি প্রতীকী রূপ। গত জুলাইয় ইউটিউবে গ্যাংনাম স্টাইল পোস্ট করার পর থেকে এ পর্যন্ত ১৫০ কোটিবার ভিডিওটি দেখা হয়েছে। অন্য কোনো ভিডিও এখনো এ রেকর্ড ভাংতে পারেনি।

ফ্রান্স, কানাডা, নিউজিল্যান্ড, ডেনমার্ক, সুইডেনসহ বিশ্বের অনেক দেশে ‘জেন্টেলম্যান’ শীর্ষ ১০ ভিডিও গানের তালিকায় রয়েছে। এমনকি ফিনল্যান্ডের ভিডিও তালিকার শীর্ষস্থানে রয়েছে ‘জেন্টেলম্যান’। বছর দুয়েক আগেও তেমন কোন পরিচিতি ছিল না সাইয়ের। তবে তার বানানো বিভিন্ন মিউজিক ভিডিও নিয়মিত আপলোড হতো ইউটিউবসহ অন্যান্য অনলাইন ভিডিও সাইটগুলোয়।

সাইয়ের গ্যাংনাম স্টাইলে নেচেছেন জাতিসংঘের মহাসচিবসহ বিশ্বের নামীদামী তারকা আর রাজনীতিবিদরা। সবাই ইউটিউবেই ভিডিওটি উপভোগ করেছেন। জেন্টেলম্যানের তেমন কোনো বিশেষত্ব না থাকলেও ভিডিওটি আনন্দ উল্লাসপূর্ণ বলে মন্তব্য করেন ইউটিউব ব্যবহারকারীরা।

ভিডিওটিতে সাইকে সুইমিং পুল, গ্রন্থাগার, দামি কাপড়ের দোকান, রেস্তোরাঁসহ সিউলের বিভিন্ন স্থানে নাচতে দেখা যায়। ভিডিওটিতে বিভিন্ন নারীর সঙ্গে গায়কের রসিকতাও লক্ষ করা যায়। তবে এবারের ভিডিওতেও গতবারের ভিডিওর নাচের সঙ্গে অনেকটাই মিল রয়েছে। রয়েছে আগের ভিডিওতে অংশগ্রহণ করা অন্যান্য নিত্যশিল্পীরাও।

১০,১৩,৫৫,৮৩৭ বার প্রদর্শিত এই ভিডিওটিতে এখন পর্যন্ত লাইক দিয়েছে ১০,৭৫,৭৭১ জন মানুষ। আবার অপছন্দর সংখ্যাও কম নয়! এখন পর্যন্ত ভিডিওটিতে ডিজলাইক দিয়েছে ১,৯৮,৯৬৯ জন মানুষ।

<<সংগৃহীত>>

একটি ছোট্ট ঘোষনা

$
0
0

হয়ে গেল এক মাস,
ছড়াবাজ ফোঁস্ ফাস্,
প্রতিদিন গড়ে ছিল ডজন-হাফ ছড়া।

তাল হচ্ছে যে রিপিট,
চোখ নখ খিট মিট,
ব্রেনটার নিউরণ প্রায় ছিবড়া।

নাই কোনো হরতাল,
বাঁশে কাজে বেসামাল,
দিতে হবে ক্ষ্যান্ত, যত হও সেয়ানা ... ...

ক্লান্ত হৃদয়ে তাই,
নয়া বাড়ি খুঁজি লই,
ওয়র্ডপ্রেসে আলুভাজি হল জানাশোনা।

সময়টা পাও যদি,
টোকা দিয়ে নিও খুঁজি,
chhorabaz ডট ওয়র্ডপ্রেস ডটকম ... ...

কানে চুপে বলি ভাই,
সেখানে তো সব নাই,
প্রজন্মই সেরা, ওয়র্ডপ্রেসে মজা কম।

ফুল......৪

ক্রসফায়ার ও গুম কবে বন্ধ হবে?

$
0
0

বিংশ শতাদ্দীতে ও যদি হিউম্যান রাইটসের যদি এই অবস্থায় হয় - তবে এটা আমাদের জন্য লজ্জার নয় কী? জনমনে প্রশ্ন ক্রসফায়ার ও গুম কবে বন্ধ হবে??

বর্তমান সরকারের চার বছরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নিহত হয়েছে ৪৬২ জন। বিভিন্নভাবে গুম হয়েছে ১৫৬ জন। এর মধ্যে লাশ পাওয়া গেছে মাত্র ২৮ জনের। বাকিদের কোনো তথ্য এখন পর্যন্ত জানা যায়নি। দেশের কারগারগুলোতে ধারণ ক্ষমতার প্রায় আড়াই গুণ বেশি বন্দী আটক রয়েছে। কারাগারগুলোর ধারণ ক্ষমতা ৩০ হাজার হলেও বন্দীর সংখ্যা বর্তমানে ৭২ হাজার।

গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে আইন সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল এক সংবাদ সম্মেলনে এ পরিসংখ্যান উপস্থাপন করেন। 'বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি এবং হিউম্যান রাইটস ফোরামের প্রত্যাশা' শীর্ষক সংবাদ সম্মেলনে হিউম্যান রাইটস ফোরামের (এইচআরএফ) আহ্বায়ক অ্যাডভোকেট সুলতানা কামাল আরও বলেন, এই পরিসংখ্যানের পরও কি মানবাধিকার লঙ্ঘনের আর উদাহরণ প্রয়োজন আছে? সব সরকারের সময় মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হয়। কিন্তু কোনো সরকারই তা স্বীকার করে না। বর্তমান সরকারও করছে না। অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, হিউম্যান রাইটস ফোরামের সদস্য জাকির হোসেন, আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, সালেহ আহমেদ প্রমুখ বক্তব্য দেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, ১৯টি মানবাধিকার সংস্থার সংগঠন এইচআরএফ'র ১০ সদস্যের একটি প্রতিনিধি দল আগামী ২৯ এপ্রিল সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠেয় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে প্রতিবেদনটি তুলে ধরবেন। প্রতিবেদনে দেশের নাজুক মানবাধিকার পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশের পাশাপাশি সুপারিশমালা উপস্থাপন করা হয়। তিনি বলেন, ওই সম্মেলনে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির ওপর তাদের প্রতিবেদন উপস্থাপনের পাশাপাশি সরকারের পক্ষ থেকেও মানবাধিকারের বিষয়ে পৃথক প্রতিবেদন উপস্থাপন করা হবে।
অ্যাডভোকেট সুলতানা কামাল বলেন, দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হয়নি। র‌্যাব অন্যায়ভাবে গুলি করে ঝালকাঠির কলেজছাত্র লিমন হোসেনের পা নষ্ট করে দিয়েছে। ভারতীয় বিএসএফের গুলিতে চার বছরে নিহত হয়েছে ২৭০ জন। পুলিশের ইন্ধনে গণপিটুনির ঘটনা অহরহ ঘটছে। নোয়াখালীর কিশোর সামছুদ্দিন মিলন, আমিনবাজারের ৬ ছাত্র হত্যাই তার প্রমাণ।

বাংলাদেশ প্রতিদিন - ঢাকা, বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০১৩,

স্বামী গুম হয়ে গেছে এক বৎসর -  স্ত্রীর আহাযারী 


"মার্কিনসর্বোচ্চ পদক 'কংগ্রেসনাল গোল মেডাল' পেলেন ড. ইউনূস"

$
0
0

http://i46.tinypic.com/2rrs3no.jpg

শান্তির জন্য প্রথম বাংলাদেশি হিসেবে ড. ইউনূস ও তার প্রতিষ্ঠিত গ্রামীণব্যাংক নোবেল শান্তি পুরস্কার এনে দেয়।এরপর পেলেন আরও অনেক পুরস্কার। প্রথম বাংলাদেশি হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট স্বর্ণপদকও পেলেন। আর সবশেষে পেলেন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পদক ‘ইউএস কংগ্রেসনাল গোল্ড মেডেল’।

ড. ইউনূস, শান্তিতে নোবেলজয়ী গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অর্থ নয়, বড় কিছু করার পরিকল্পনা ও ধারণা শক্তিই ইতিবাচক প্রভাব রাখতে পারে এবং বিশ্বকে পরিবর্তন করে দিতে পারে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে জর্জ টাউন বিশ্ববিদ্যালয়ে সামাজিক ব্যবসা, নারীর ক্ষমতায়ন ও ক্ষুদ্র ঋণ নিয়ে বক্তৃতাকালে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এ কথা বলেন। স্থানীয় সময় গতকাল ওয়াশিংটনের ক্যাপিটল হলে মার্কিন সরকারের সর্বোচ্চ বেসামরিক পদক 'কংগ্রেসনাল গোল মেডাল' গ্রহণের পর জর্জ টাউন বিশ্ববিদ্যালয়ে যান ড. ইউনূস।
সূত্রঃ

অতিরিক্ত ওজন কমাতে করণীয় কি?

$
0
0

শরীরের অতিরিক্ত ওজন কমাতে করণীয় কি? আমি গত দু বছর ধরে সাধারণত সকাল+রাতে রুটি, দুপুরে ভাত- এই মেন্যুতে চলছি। ফলাফল- ওজন 5-6 কেজি কমলেও এখন স্থিতিশীল; মানে বাড়ছেও না, কমছেও না... সামান্য এদিক ওদিক হচ্ছে...। অতিরিক্ত ওজন কমাতে ডায়েটের পাশাপাশি কি ধরনে ব্যায়াম করা যেতে পারে?
উল্লেখ্য, আমি জিম পদ্ধতি গ্রহন করতে আগ্রহী না। কারন, ইন্টারমেডিয়েট লেভেলে আমি যতদিন জিম কন্টিনিউ রেখেছি অনেক স্লীম ছিলাম, কিন্তু জিম ছেড়ে দেওয়ার পর দ্বিগুন হয়ে গেসি...!

একটি ছড়া

$
0
0

জীবনের অলিগলি
জুড়ে আছে ভুল,
কখনো কি ভাবি বসে
তার এক চুল?

স্বপ্নের মাঝে বসে
একা করি খেলা,
চারিদিকে শত দুঃখী
মানুষের মেলা।

আমারই বোন তারা
আমারই তো ভাই,
একটু যে খোজ নেব
সে সময় নাই।

হাঁসি, খুশি, আড্ডা
গানের আসর,
এভাবেই কেটে গেল
এতটা বছর।

ওয়েব সাইটে হঠাৎ করে ভিজিটর বেড়ে গেছে

$
0
0

গুগল অ্যানালাইটিক্সের রেজাল্ট দেখতে গিয়ে দেখি গতকাল আমার ওয়েব সাইটে হঠাৎ করে ভিজিটর প্রচুর বেড়ে গেছে, যেটা একেবারেই অস্বাভাবিক। প্রতিদিন যতো ভিজিট হয়, গতকাল হয়েছে তার অন্তত দশগুণ বেশি। এ সময়ে সাইটে এমন কোনো লেখা প্রকাশিত হয় নি বা এমন কিছু হয় নি যে, এতো ভিজিটর আসতে পারে। বিষয়টি একেবারেই বুঝতে পারছি না।

সিপ্যানেলের রেকর্ড দেখে মনে হলো, নির্দিষ্ট কিছু আইপি থেকে প্রচুর ভিজিট করা হয়েছে।

http://img688.imageshack.us/img688/7460/52923868.jpg

এগুলো যে বট-ভিজিট সেরকমটাও না। সবচেয়ে বড় কথা, এই ভিজিটগুলো শুধু আর্টিক্যাল ভিজিট না, ভিজিটগুলো হয়েছে টেমপ্লেট, প্লাগইন ইত্যাদি ফাইলেও- যেগুলো একজন সাধারণ ভিজিটরের ক্ষেত্রে হওয়ার কথা না (ছবি দেখুন)। জুমলার সর্বশেষ পাঁচ জন লগড-ইন ভিজিটরের তালিকা থেকে বুঝা গেল- গত দুদিনে আমি ছাড়া অন্য তিনজন অ্যাডমিনিস্ট্রেটরের কেউ ভিজিট করে নি। তাহলে এই অস্বাভাবিক ভিজিটরের উদ্দেশ্য কী হতে পারে? ভিজিটর নির্দিষ্টভাবে কোত্থেকে এসেছে সেটা সিপ্যানেল বা গুগল অ্যানালাইটিক্স থেকে কীভাবে বের করতে পারি? আপনাদের সহায়তা চাইছি।

বি.দ্র. সিপ্যানেলে চেক করে দেখলাম সাইটের ব্যান্ডউইথ কতোটুকু ব্যবহৃত হয়েছে, সেই স্ট্যাটিসটিকস আপডেট হয়েছে এপ্রিলের ৫ তারিখ পর্যন্ত। ৫ তারিখের পর থেকে ব্যান্ডউইথ ব্যবহারের আর কোনো আপডেট নেই। এটারই বা কারণ কী?

মাহমুদুর রহমান মৃত্যুশয্যায়! ঘটনা সত্য নাকি?

$
0
0

একটি সূত্র থেকে নিউজটা পেলাম-

আমারদেশ সম্পাদক মাহমুদুর রহমান মৃত্যুশয্যায়। তাকে আইসিইউ থেকে সিসিইউ-তে স্থানান্তর করা হয়েছে।

বিস্তারিত ও সূত্র- ফেসবুকনিউজ24

> ঘটনা সত্য নাকি?

Viewing all 15150 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>