দীর্ঘদিন যাবত্ নোকিয়া সেট চালানোর পর কয়েকদিন আগে একটা স্যামসাং গ্যালাক্সি ওয়াই কিনি। কিন্তু ঐ সেটে চালানোর ক্ষেত্রে নানাবিধ অসুবিধার কারনে বাবাকে প্রস্তাব দিই তার IPHONE 3G ১৬ জিবি এর সাথে GALAXY Y এক্সচেন্জ করতে। আমার বাবা সাধরে সে প্রস্তাব গ্রহন করে। এখন বুঝতাছি না। এক্সচেন্জ করব?? আপনারা কী বলেন!?
↧